South Africa vs India: সিরিজ হেরে ব্যাটারদের দিকে আঙুল তুললেন বিরাট

ম্যাচ শেষ হওয়ার পর ভারত অধিনায়ক বলেন, ''আসল সময় আমাদের মনঃসংযোগ চিড় ধরেছে। একবার নয় একাধিকবার এই ঘটনা ঘটেছে। আর সেই সুযোগটা দক্ষিণ আফ্রিকা খুব ভাল করে কাজে লাগিয়েছে। ওই সময় গুলোতে খুব ভালো খেলেছে ওরা।''

Advertisement
সিরিজ হেরে ব্যাটারদের দিকে আঙুল তুললেন বিরাটহতাশ বিরাট
হাইলাইটস
  • ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি
  • মনঃসংযোগের অভাবে ডুবতে হল দলকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও পরপর দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত(Team India)। একটা সময় মনে করা হচ্ছিল বিরাটদের ইতিহাস গড়া সময়ের অপেক্ষা। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন ডিন এলগাররা। তৃতীয় টেস্টে ৭ উইকেটে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। এই হারের পেছনে বিরাট (Virat Kohli) দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন।
ম্যাচ শেষ হওয়ার পর ভারত অধিনায়ক বলেন, ''আসল সময় আমাদের মনঃসংযোগ চিড় ধরেছে। একবার নয় একাধিকবার এই ঘটনা ঘটেছে। আর সেই সুযোগটা দক্ষিণ আফ্রিকা খুব ভাল করে কাজে লাগিয়েছে। ওই সময় গুলোতে খুব ভালো খেলেছে ওরা।''
দলের ব্যাটাদের খেলায় একেবারেই খুশি নন বিরাট। এই সিরিজের মাত্র দুইবার আড়াইশো রানের গন্ডি পেরোতে পেরেছে ভারত। দলের এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিরাট বলেন, ''বারবার আমাদের ব্যাটিং ব্যর্থ হচ্ছে। এটা অস্বীকার করার কোন জায়গা নেই। বারবার এই ঘটনা ঘটা একেবারেই ভালো লক্ষন নয়। আমরা এর কারণ খুঁজে পাচ্ছি না। ব্যাটিং নিয়ে আমাদের আরো ভাবতে হবে। অজুহাতের কোনো জায়গা নেই।

বিশ্বের অন্যান্য প্রান্তে ভারত জিততে পারলেও দক্ষিণ আফ্রিকায় এসে বারবার কেন হারতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, ''অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে আমরা ভাল খেলছি। তবে তার মানে এই নয় যে, দক্ষিণ আফ্রিকাতেও আমরা জিতে যাব। এখানে আমরা জিততে পারিনি। ব্যাপারটা মেনে নিতে হবে। আসলে বিদেশের মাটিতে আমরা তখনই জিতেছি যখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। আমরা সেই পরিস্থিতিতে ভালো খেলেছি। আর যখন সেটা করতে পারিনি তখনই ব্যাটিংয়ের জন্য আমাদের ডুবতে হয়েছে।''
দক্ষিণ আফ্রিকার বোলারদের প্রশংসা করেছেন বিরাট। তাঁর মতে, এই সিরিজের দারুন বল করেছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। কোহলি বলেন, ''দক্ষিণ আফ্রিকান বোলাররা আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, পরিকল্পনা অনুযায়ী বল করে গেছে। আর সেই কারণেই ওরা সফল হয়েছে। কিন্তু আবারও বলব আমাদের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল।''

Advertisement

POST A COMMENT
Advertisement