scorecardresearch
 

Asian Games: ফের এক সিরিজের জন্য বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ, কাকে নিয়োগ করল BCCI

মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর অধিনায়কত্ব করবেন। সেখানে পুরুষ দলের অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে।ভারতীয় পুরুষ টিমের হেড কোচ রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ডকাপে ব্যস্ত থাকবেন। এ কারণে এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষণকে পুরুষ ক্রিকেটার টিমের হেডকোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মনীশ বালি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন।

Advertisement
ফের বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ, কাকে নিয়োগ করল BCCI ফের বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ, কাকে নিয়োগ করল BCCI
হাইলাইটস
  • ফের এক সিরিজের জন্য বদলে গেল
  • টিম ইন্ডিয়ার কোচ
  • কাকে নিয়োগ করল BCCI

এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের মধ্যে এশিয়ান গেমসর সূচি পড়ে গিয়েছে। চিনে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হতে চলা এশিয়ান গেমসে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল প্রথমবার অংশ নিতে চলেছে। এশিয়ান গেমসের জন্য প্রধান খেলোয়াড়রা চিন যেতে পারবে না। যারা বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য দলে রয়েছেন। এশিয়ান গেমস ২০২২-২৩ এর জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) পুরুষ এবং মহিলা টিমের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর অধিনায়কত্ব করবেন। সেখানে পুরুষ দলের অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে।ভারতীয় পুরুষ টিমের হেড কোচ রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ডকাপে ব্যস্ত থাকবেন। এ কারণে এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষণকে পুরুষ ক্রিকেটার টিমের হেডকোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মনীশ বালি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন।

ভিভিএস লক্ষ্মণ

আরও পড়ুন

লক্ষণের কোচিংয়ে ভারত, আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপ জিতেছে। ভিভিএস লক্ষণ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান ডিরেক্টর। শুধু তাই নয়, তিনি আন্ডার ১৯ টিমের হেড কোচও বটে। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ ওয়ার্ল্ড কাপে যশ ধুল এন্ড কোম্পানির কোচিংয়ে কাপ জেতেন। লক্ষণ মোট ১৩৪ টি টেস্ট ম্যাচে ৪৫.৯৭ এ ৮৭৮১ রান করেন। সেখানে ৮৬ টি ওয়ানডে ম্যাচে তিনি ২৩৩৮ রান করেছেন।

ফের বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ, কাকে নিয়োগ করল BCCI

সাইরাজ বাহুতুলে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পরিসংখ্যান

হিসেবে নির্বাচিত সাইরাজ বাহু তুলে ভারতের জন্য ২টি টেস্ট এবং ৮ টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। এমনিতে সাইরাজের ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে। তিনি ১৮৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৬৩০ টি উইকেট নিয়েছেন। এবং ৬১৭৬ রানও করেছেন। তিনি ১৩৬৭ রান করেন এবং সঙ্গে ১৫৭৭ টি উইকেট নিয়েছেন।

Advertisement

হৃষিকেশ কানিতকার মহিলা টিমের দায়িত্ব পেয়েছেন

সেখানে ওমেনস ক্রিকেট টিমের কথা বলতে গেলে এশিয়ান গেমসের জন্য এর মুখ্য কোচ হৃষিকেশ কানিতকার হবেন।তিনি ফেব্রুয়ারিতে হওয়া মহিলা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেড কোচ এর দায়িত্ব সামলেছিলেন। ভারতের জন্য ২ টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে ম্যাচ ৩৪৯ রান করেন এবং ১৭টি উইকেট পেয়েছেন। এছাড়া রাজীব দত্ত এবং শুভদীপ ঘোষ বোলিং এবং ফিল্ডিং কোচ হবেন।

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম- ঋতুরাজ গায়কোয়ার (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), প্রভসিমরন সিং (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আবেশ খান, রবি বিষ্ণোই, শিবম দুবে, শিবম মাভি, মুকেশ কুমার।

স্ট্যান্ড বাই- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা, সাই সুদর্শন

এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা টিম- হরমনপ্রীত কউর (অধিনায়ক) স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেট কিপার) অমনজোত কউর, দেবিকা বইদ, অঞ্জলি সরবাণী , তিতাস সাঁধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, অনুষা বারেড্,ডি উমা ছেত্রী (উইকেটকিপার)

স্ট্যান্ড বাই প্লেয়ার- হরলিন দেওল, কাশ্বী গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক, পূজা বস্ত্রকার।

 

Advertisement