scorecardresearch
 

IPL: আর কিছুদিনেই RCB অধিনায়কের যাত্রা শেষ! কোহলির উত্তরসূরি কে?

আসন্ন টি২০ বিশ্বকাপ ও চলতি আইপিএলের পর থেকে আর টি২০ ফরম্যাটে বিরাটের আগ্রাসী অধিনায়কত্ব দেখা যাবে না! স্বেচ্ছায় সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছেন ক্যাপ্টেন কোহলি। রইল বাকি একদিনের ফরম্যাট ও টেস্ট ক্রিকেট। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিরাট হয়তো একদিনের ফরম্যাটেও আর বেশিদিন অধিনায়ক হিসাবে থাকছেন না। 

Advertisement
আরসিবির জার্সি গায়ে বিরাট কোহলি। ফাইল ছবি। আরসিবির জার্সি গায়ে বিরাট কোহলি। ফাইল ছবি।
হাইলাইটস
  • কার অধিনায়কত্বে খেলবেন বিরাট!
  • আরসিবির পরবর্তী ক্যাপ্টেন কে?
  • কাকে অধিনায়ক হিসাবে বেছে নেবে দল?

আসন্ন টি২০ বিশ্বকাপ ও চলতি আইপিএলের পর থেকে আর টি২০ ফরম্যাটে বিরাটের আগ্রাসী অধিনায়কত্ব দেখা যাবে না! স্বেচ্ছায় সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছেন ক্যাপ্টেন কোহলি। রইল বাকি একদিনের ফরম্যাট ও টেস্ট ক্রিকেট। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিরাট হয়তো একদিনের ফরম্যাটেও আর বেশিদিন অধিনায়ক হিসাবে থাকছেন না। 


নিজের আবেগকে মাঠের মধ্যে খুব এতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন না বিরাট কোহলি, সেটা আর নতুন কী! তবে মাঠের বাইরের সব জবাব আজও পর্যন্ত সে নিজের আগ্রাসনের মাধ্যমেই দিয়েছেন, কিন্তু এত সহজেই ভারতীয় দলের রিমোট কন্ট্রোল ত্যাগ করা বিরাটকে নিয়ে অবাক করা বিষয় একটাই, তবে কী যে কোহলি ড্রেসিং রুমে অন্যদের মানসিক ভাবে চাগিয়ে রাখতেন। সে কী আজ নিজেই বিধ্বস্ত? অবশ্য এমনটা তো অতীতে সবাই করে এসেছেন, শুধু তাই নয় বিদেশের মাটিতে স্প্লিট ক্যাপ্টেন্সিই এখন মূল অস্ত্রো।


তাহলে আরসিবি-র অধিনায়ক হিসাবে কাকে দেখা যেতে পারে?

তালিকায় নাম রয়েছে বেশ কিছু ক্রিকেটারের। যেমন প্রথমেই নাম রয়েছে এবিডি ভিলিয়ার্সের। ব্যাট হাতে ও উইকেটের পিছনে অনেকদিন ধরেই খেলছেন এবিডি ভিলিয়ার্স। তিনি অন্যতম সিনিয়র ক্রিকেটার। ফলে তাঁকে ঘিরে অনেক স্বপ্ন এখনও দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে দেখা যেতে পারে অধিনায়কত্ব করতে।


পাশাপাশি নাম থাকতে পারে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের। কারণ তিনিও আরসিবির অন্যতম পুরানো একজন সদস্য। বেশ কিছু দলের হয়ে অতীতে অধিনায়কত্ব করেছেন ম্যাক্সওয়েল। ফলে তাঁকেও এগিয়ে রাখা যেতে পারে।

২০২২ সালের আইপিএলে তৈরি হবে নয়া সমীকরণ। ফলে নতুন করে হবে নীলাম। বিরাট কোহলি থাকলেও অনেক পরিবর্তন আসবে দলে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কারণ অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ভাইস ক্যাপ্টেনকে ভালই মানাবে এই দলে।

Advertisement

Advertisement