ডার্বি ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার জর্ডন এলসে (Jordan Elsey)। সেই চোটের জন্যই অন্তত মাস দেড়েক তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পক্ষ থেকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এই অজি ডিফেন্ডারকে কি ছেড়ে দেবে লাল-হলুদ? তেমনটা হলে তাঁর বিকল্প কে হবেন? এই প্রশ্ন ঘুরছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে।
কাকে সই করাতে পারে ইস্টবেঙ্গল?
উঠে আসছে দুই ডিফেন্ডারের নাম। একজন, ইরাকের ফুটবলার মুস্তাফা নাদিম। আর অন্যজন প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ সালে। দুই ফুটবলারেরই উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। মার্কেট ভ্যালুও সমান। শোনা যাচ্ছে এই দুই ফুটবলারের নাম ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের পাঠিয়ে রেখেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে সূত্রের খবর, সাধারণভাবে যে ধরনের চোট এলসের লেগেছে তাতে তা সারতে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যদিও মনে করছে রিকভারি ভালোভাবে করতে পারলে, দেড় মাসের মধ্যে মাঠে ফিরে আসতে পারেন এই ডিফেন্ডার। তাই তার জন্যই অপেক্ষা করবে ইস্টবেঙ্গল। যদি এই চোট সারতে সময় লাগে, তবে এই দুই ফুটবলারের সঙ্গে কথা বলবে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
এলসেকে নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল?
ডার্বি ম্যাচে ৩৩ মিনিটেই পরিবর্তন করতে হয় তাঁকে। এলসের জায়গায় নামানো হয় পারদোকে। হাঁটুর চোটের কারণে কয়েক মাসের জন্য ছিটকে যান এই তারকা ফুটবলার। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ডার্বি ম্যাচে হাঁটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে জর্ডন এলসেকে। আমরা ওর পাশে রয়েছি। আশা করব ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।‘ ডার্বিতে হারের কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল ইস্টবেঙ্গল সমর্থকদের। আইএসএল-এর প্রথম কিছু ম্যাচ জর্ডনকে ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
জর্ডনের বিকল্প হিসেবে কার্লেস কুয়াদ্রাত দুই ফুটবলারের নাম পাঠিয়েছেন বলে সূত্রের খবর। যদি জর্ডনের সুস্থ হতে সময় আরও বেশি লাগে, তবে এই দুই ফুটবলারের সঙ্গে কথা বলা হতে পারে। তবে প্রাথমিক কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও, কুয়াদ্রাত নিজেও এখনই জর্ডনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন না। ফলে এখনই জর্ডনের বিকল্প নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল। আসলে এশিয় কোটায় বিদেশি নিতে হবে। জর্ডন ছাড়া কেউই তেমন নেই। পাশাপাশি কাউকে সই করাতে হলে তাকে ফ্রি প্লেয়ার হতে হবে।