গত মরশুমে মারাত্মক চোট পেয়েছিলেন জনি কাউকো। গোটা মরশুম থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। তিনি কি এবারের আইএসএল-এর আগেই মোহনবাগান সুপার জায়েন্ট দলে যোগ দিচ্ছেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সমর্থকরা মনে করছেন দলে যোগ দিতে পারেন এই তারকা মিডফিল্ডার।
কাউকো কি যোগ দিচ্ছেন মোহনবাগানে?
মোহনবাগান সূত্রের খবর এখনও সেই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। জনি কাউকো ইউরো খেলে গত মরশুমে যোগ দিয়েছিলেন সবুজ-মেরুন শিবিরে। তাঁর চোট এখনও সারেনি। পাশাপাশি দলে আর কোনও বিদেশিকে সই করানোর মতো জায়গাও নেই। গত মরশুমে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। চোটের জায়গা এমআরআই করা হলে দেখা যায় তাঁর এসিএল ছিঁড়েছে। ফলে অপারেশন করতে হয়। সেই সময়ই জানা গিয়েছিল, তাঁর চোট সারতে অনেকটা সময় লেগে যাবে। এই মরশুমে আইএসএল শুরু হওয়ার বেশ কিছুটা সময় পরে দলের সঙ্গে যোগ দিতে পারবেন জনি কাউকো।
ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান
দারুণভাবে মরশুম শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ডার্বি ম্যাচে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। এবার এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে জুয়ান ফেরান্দোর ছেলেরা। এএফসি কাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ ওড়িশা এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচ খেলা হবে ভুবনেশ্বরে।
নাওরেমকে ছেড়ে দিল মোহনবাগান
নংদম্বা নাওরেমকে ছেড়ে দিল মোহনবাগান। ২৩ বছরের উইঙ্গার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় সই করেন মোহনবাগানে। লিস্টন কোলাসো, মনবীর সিংদের ব্যাক আপ হিসাবে ভাবা হয়েছিল নাওরেমকে। তবে শেষ অবধি তাঁকে ছেড়ে দিল সবুজ-মেরুন। ম্যাচে সুযোগ পাবেন না এমনটা বুঝতে পেরেই এবার নংদম্বা নাওরেম সই করলেন জামশেদপুর এফসিতে। দু-বছরের চুক্তিতে এই ক্লাবে সই করছেন তিনি। জামশেদপুর স্কোয়াডের সঙ্গে ট্রেনিংও শুরু করে দিয়েছেন তিনি। ২০১৯-এ কিবু ভিকুনার আইলিগ জয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেবার মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর এটিকে মোহনবাগান দলেও সুযোগ পেয়েছিলেন তিনি।