৩৫ দিন আগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ঐতিহাসিক লড়াইয়ে হারতে হয়েছিল। উইম্বলডনেই সেই লড়াইয়ে সমতা ফেরালেন জানিক সিনার। পরপর দুইবার খেতাব জেতা গোল না কার্লোস আলকারাজের। প্রথমবার উইম্বলডনের রাজা সিনার।
প্রথম সেট
প্রথম ব্রেকটা এল পঞ্চম গেমেই। আলকারাজের সার্ভিস ভেঙে দিলেন সিনার। সার্ভিস রিটার্ন করছিলেন কোর্টের প্রান্তে। তখনও টাইমিং ঠিক হচ্ছিল না ফরাসি ওপেন চ্যাম্পিয়নের। আলকারাজের ফোরহ্যান্ডকে তো প্রায় টার্গেট করে ফেলেছিলেন ইতালিয়ান। আনফোর্স এরর করে ফেলেছেন স্প্যানিয়াড। সিনার এরপর নিজের সার্ভটাও ধরে রাখলেন অসাধারণ দক্ষতায়।
প্রথম সেটেই যদিও এর জবাব পেয়ে যান সিনার। অষ্টম গেমে দারুণ কামব্যাক আলকারাজের। ব্যাকহ্যান্ডে ভর করে নিজের খেলাটাই পাল্টে ফেলেন আলকারাজ। আর তাতে সাফল্য। দশম গেমে ফের সার্ভিস ব্রেক। সেট জিতে নেন আলকারাজ। প্রতিরোধ গড়ে তুললেও কখনোই মনে হয়নি সেটটা জিততে পারেন সিনার। প্রথম সার্ভ ব্রেকের পর ইতালিয়ানকে আর কোনও সুযোগই দেননি বিশ্বের দুই নম্বরে থাকা টেনিস প্লেয়ার।
দ্বিতীয় সেট
আবার খেলা ঘুরিয়ে দেন সিনার দ্বিতীয় সেটের প্রথম গেমেই। আলকারাজের সার্ভিস ভেঙে। একটা সময় মনে হচ্ছিল, প্রথম গেমটা প্রায় বিনা বাধায় জিতবেন সিনার। সেই সময় পরপর দুই পয়েন্ট তুলে নিলেও, শেষরক্ষা হয়নি। তবে সার্ভিস ভাঙার এই খেলা পেন্ডুলামের মতো দুলতে থেকেছে। যদিও শেষ হাসি হাসেন সিনারই। সমতা ফেরান ৪-৬ ব্যবধানেই।
তৃতীয় সেট
তৃতীয় সেটেও একই ব্যবধানে তাঁর জয় সমস্যা বাড়ায় আলকারাজের। আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইতালিকে ডেভিস কাপ জেতানো তারকার। তৃতীয় সেটেও দুই খেলোয়াড় নিজেদের সার্ভিস ধরে রাখার দিকে নজর দিয়েছিলেন। তবে সিনারের আগ্রাসী টেনিস নজর কাড়ছিল। তাঁর র্যাকেট থেকে এমন কিছু শট বেরোল যার জবাব দিতে পারলেন না আলকারাজ়। স্পেনের খেলোয়াড়কে ঘাসের কোর্টে আগে এতটা অসহায় কবে দেখিয়েছে তা জানা নেই। প্রথম আটটি গেমে যে যাঁর সার্ভিস ধরে রাখার পর নবম গেমে আলকারাজ়কে ব্রেক করেন সিনার। বাঁ দিকে একটি বল রিটার্ন করতে গিয়ে পিছলে যান আলকারাজ়। সিনারের নিখুঁত ব্যাকহ্যান্ডের জবাব দিতে পারেননি।