WPL 2023 Auction:ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য ১৩ ফেব্রুয়ারি, আজ সোমবার দিন ঐতিহাসিক হতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) দ্বারা প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল আয়োজন করা হচ্ছে। পুরুষদের ক্রিকেট আইপিএলের ঢংয়েই সম্পূর্ণ টুর্নামেন্ট চলবে। এর জন্য আজ মেগা অকশন আয়োজিত হচ্ছে। যেখানে মহিলা ক্রিকেটারদের অকশন করে দল বাছাই করা হবে। অকশনে ৪০৯ জন খেলোয়াড়ের লিস্টে রয়েছে। যার মধ্যে মাত্র ৯০ জন এর ভাগ্যে শিকে ছিঁড়বে।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলেই রিচাকে লাক্সারি গাড়ি গিফট করছেন বাবা, কী গাড়ি?
মহিলা ক্রিকেটে নতুন অধ্যায়
মহিলা ক্রিকেট শুধুমাত্র ভারত নয় বরং গোটা পৃথিবীতেই ধীরে ধীরে এগিয়ে চলেছে। জনপ্রিয়তাও বাড়ছে। লাগাতার একাধিক লিগ হচ্ছে। টিভি এবং সোশ্যাল মিডিয়াতে মহিলা ক্রিকেটারদের ম্যাচ দেখানো হচ্ছে। জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেটেরও। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশাপাশি স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউরদের নামও মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু মহিলা প্রিমিয়ার লিগ হলে মহিলা ক্রিকেটারদের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জাতীয় দলের খেলার পাশাপাশি আর্থিক এবং সামাজিক নিরাপত্তার বিষয়টিও এই টুর্নামেন্ট তাদের দিতে পারে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটে বিসিসিআই পৃথিবীর সবচেয়ে বড় নাম এবং এখানে সবচেয়ে বেশি টাকা আমদানি হয়। অন্যান্য দেশের চেয়ে বেশি। এই কারণে এই টুর্নামেন্টকে গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। প্রথম সৃজন শুরু হওয়ার আগেই টিভি রাইটস, দল বিক্রি এবং খেলোয়াড়দের অকশন নিয়ে শুরু হয়েছে জল্পনা।
নিলামে জড়িত কিছু গুরুত্বপূর্ণ বিষয়
১. মহিলা প্রিমিয়ার লিগে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। এতে মুম্বাই ইন্ডিয়ান, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট জায়ান্টস, দিল্লী ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়রস টিম শামিল রয়েছে। প্রত্যেক টিমের কাছে ১২ কোটি টাকা করে ওয়ালেট থাকবে।যা তারা খরচা করতে পারবে।
২. Wpl এর অকশনে মোট ৪০৯ জন খেলোয়াড়ের লিস্ট রয়েছে। যার মধ্যে ২০২ জন ক্যাপড খেলোয়াড়। ১৯৯ জন আনক্যাপড খেলোয়াড় শামিল রয়েছে। এর মধ্যে ২৪৬ জন ভারতীয়, ১৭৩ জন বিদেশি খেলোয়াড়, অস্ট্রেলিয়ার ২৮ জন এবং ইংল্যান্ডের ২৭ জন রয়েছে।
৩. প্রত্যেকটি দল নিজেদের স্কোয়াডে ১৫ থেকে ১৮ জন খেলোয়াড় শামিল করতে পারবে।
৪. ২৪ জন খেলোয়াড় এমন রয়েছেন যাদের বেস প্রাইস ৫০ লাখ টাকা। ৩০ জন খেলোয়াড় রয়েছেন যাদের বেস প্রাইস ৪০ লাখ টাকা এবং কিছু খেলোয়াড় এর বেস প্রাইস ৩০ লাখ টাকা। আনক্যাপড খেলোয়াড়দের বেস প্রাইস ১০ থেকে ২০ লাখ টাকা।
৫. ভারতীয় খেলোয়াড়দের কথা বলতে গেলে অকশনে সবচেয়ে বড় নাম হিসেবে নজরে থাকবে স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত কাউর, জেমেইমা রড্রিগেজ, দীপ্তি শর্মার সঙ্গে রিচা ঘোষের।
৬. যদি বিদেশি খেলোয়াড়দের কথা বলা হয় তাহলে অস্ট্রেলিয়ার এলিসা পেরি, অস্ট্রেলিয়ার ম্যাগ ল্যানিং, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, ইংল্যান্ডের সোফি এলিস্টোন এর মত খেলোয়াড়দের দিকে নজর থাকবে।
৭. দুপুর আড়াইটা থেকে অকশন শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ে আয়োজিত এই অকশনের প্রসারণ সরাসরি স্পোর্টস ১৮ এবং জিও সিনেমাতে করা হবে।