scorecardresearch
 

World Test Championship : অধিনায়ককে ছাড়াই নামছে কিউইরা!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে উদ্বেগে নিউজিল্যান্ড। অধিনায়ককে ছাড়াই নামতে চলেছে কিউইরা! এমন জল্পনয় উস্কে দিচ্ছে কেন উইলিয়ামসনের চোট। চোট কতটা গুরুতর তা নিয়ে পরিশ্কার করে কিছু না জানানো হলেও ঝুঁকি না নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তিনি খেলছেন না। ফলে জল্পনা তুঙ্গে।

Advertisement
চওড়া ব্য়াট দেখানোর সুযোগ পাবেন কেন উইলিয়ামসন চওড়া ব্য়াট দেখানোর সুযোগ পাবেন কেন উইলিয়ামসন
হাইলাইটস
  • কেন খেলবেন? অনিশ্চয়তার মেঘ
  • উইলিয়ামসন না খেললে অ্য়াডভান্টেজ ভারত
  • ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা ফাইনালে

অধিনায়ক ছাড়াই মাঠে কিউইরা! জল্পনা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে উদ্বেগে নিউজিল্যান্ড। অধিনায়ককে ছাড়াই নামতে চলেছে কিউইরা! এমন জল্পনয় উস্কে দিচ্ছে কেন উইলিয়ামসনের চোট। চোট কতটা গুরুতর তা নিয়ে পরিশ্কার করে কিছু না জানানো হলেও ঝুঁকি না নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তিনি খেলছেন না। ফলে জল্পনা তুঙ্গে।

উইলিয়ামসনের বিকল্প নেই

কনুইয়ের পুরনো চোট ভোগাচ্ছে  দলের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানকে। ফলে শেষমেষ যদি তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে না পারেন, তাহলে যেমন বাড়তি সুবিধা পাবে ভারত, তেমনই বড় ধাক্কা খাবে কিউইরা। এমনটাই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। কারণ উইলিয়ামসনের চওড়া ব্যাটের পাশাপাশি তাঁর শীতল ও ক্ষুরধার মস্তিষ্ক এর বিকল্প চট করে খুঁজে পাওয়া মুশকিল। 

চোট সমস্য়া ভুগিয়েচে আইপিএল-এও

চলতি বছরের শুরু থেকেই চোট সমস্যায় জেরবার কেন উইলিয়ামসন। যে কারণে তিনি আইপিএলে খেলতে এসেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম তিনটি ম্যাচে বিশ্রামে ছিলেন। পরে কয়েকটি ম্যাচ খেললেও চোটমুক্তি হয়নি। আইপিএল, করোনা পরবর্তী পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়ায় বাড়তি বিশ্রামের সুযোগ পেয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই তাঁর চোট ফের ভোগানো শুরু করেছে।

কিউই শিবিরের মাথায় টেস্ট চ্যাম্পিয়শিপ

বাঁ হাতের কনুইয়ে চোট রয়েছে উইলিয়ামসনের। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে বিশ্রামে রাখায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে এখন থেকেই যে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কিউই শিবির, তা স্পষ্ট।
যদিও উইলিয়ামসনকে ছাড়াই যথেষ্ট শক্তিশালী দল নিউজিল্যান্ডের। তার মধ্যে আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছেন ব্য়াটসম্যান ডেভন কনওয়ে। বিশেষজ্ঞদের মতে দু'দলের বোলারদের সামনে কঠিন পরীক্ষা হতে চলেছে ব্যাটসম্যানদের। ভারতীয় দলে যেমন তারকা ব্যাটসম্যান রয়েছে, তেমনই একাধিক তারকা রয়েছে  কিউই শিবিরেও।

বিপাকে ফেলতে পারে বাড়তি সুইং

তবে ইংল্যান্ডের আবহাওয়া বাড়তি বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বাড়তি সুইং কাবু করে ফেলতে পারে দু দলের তারকা ব্যাটসম্যানদেরও। এখানেই দু দলের বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দু দলেই পেস ও সুইং বোলার রয়েছে। তবে স্পিনারদের ক্ষেত্রে এগিয়ে ভারতই। ভারত সম্ভবত দুই স্পিনারেই খেলবে। ১৮ জুন থেকে শুরু ফাইনালকে ঘিরে উত্তাপ চড়ছে। 

Advertisement

 

Advertisement