WPL 2023: মুম্বইয়ের জয়, মহিলাদের 'IPL'-এ রেকর্ডে ছড়াছড়ি, একনজরে

নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস (DCW)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians Women) হয়ে তিনটি করে উইকেট পান ইসসি ওউং (Issy Wong) এবং হ্যালে ম্যাথিউজ (Hayley Mathews)।   

Advertisement
WPL 2023: মুম্বইয়ের জয়, মহিলাদের 'IPL'-এ রেকর্ডে ছড়াছড়ি, একনজরেWPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স -- PTI

এই প্রথম ভারতের বুকে আয়োজিত হল মহিলাদের আইপিএল (Women’s Premiere League 2023)। আর সেই মেগা টুর্নামেন্টের লিগ টাইটেল জিতল মুম্বই। সেইসঙ্গে তৈরি হল কিছু নতুন রেকর্ড এবং মাইলস্টোন। আজকে আলোচনা করব সেইসব কিছু নিয়েই। 

রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium), উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে (Final Contest) মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই হাইভোল্টেজ ম্যাচে, টসে (Toss) জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু শুরু থেকেই দিল্লির ব্যাটিং লাইনআপ ছিল নড়বড়ে। একের পর এক উইকেট পতনের ফলে খেই হারিয়ে ফেলে অধিনায়ক মেগ ল্যানিং-এর (Meg Lanning) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals Women)। তিনিই দলের হয়ে সর্বাধিক ৩৫ রান করেন এবং এছাড়া আর সেইভাবে কেউ বড় রান পাননি। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস (DCW)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians Women) হয়ে তিনটি করে উইকেট পান ইসসি ওউং (Issy Wong) এবং হ্যালে ম্যাথিউজ (Hayley Mathews)।   

জবাবে ব্যাট করতে নেমে, শুরুতেই দুই ওপেনার হ্যালে ম্যাথিউজ এবং ইয়াশতিকা ভাটিয়ার (Yastika Bhatia) উইকেট হারায় মুম্বই। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরে মুম্বই ব্রিগেড। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। ব্রান্টের প্রয়োজনীয় ৬০ রান এবং হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) ৩৭ রানের ওপর ভর করে সহজেই জয় হাসিল করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। ম্যাচের ১৯.৩ ওভারে, মাত্র ৩ উইকেট হারিয়েই ১৩৪ রান তুলে নেয় হরমনপ্রীতের মুম্বই। 

মুম্বই ইন্ডিয়ান্সের প্রমীলা বাহিনী জয়ী ৭ উইকেটে। ম্যাচের সেরা ন্যাট স্কিভার-ব্রান্ট। এই ম্যাচে দলকে তাতাতে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক (Indian Cricket Team Captain) রোহিত শর্মা (Rohit Sharma), মুম্বই পুরুষ দলের ক্রিকেটার ঈশান কিশান (Ishan Kishan) ছাড়াও আরও অনেকে।       

Advertisement

অন্যদিকে উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League) ঘিরে দেশজুড়েই ছিল উন্মাদনা। দেশের মাটিতে, এই প্রথম অনুষ্ঠিত হওয়া মহিলাদের টি-২০ ক্রিকেট লিগে (T20 Cricket League) অংশগ্রহণ করেছিল মোট পাঁচটি দল। দিল্লি ক্যাপিটালস (DC), গুজরাত জায়ান্টস (GG), মুম্বই ইন্ডিয়ান্স (MI), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং ইউপি ওয়ারিয়র্স (UPW)। চলুন দেখে নেওয়া যাক, টুর্নামেন্টের প্রথম বছর কার দখলে কি রেকর্ড। 

টুর্নামেন্টের সেরা ক্যাচ (Best Catch) নিয়েছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কউর। এমারজিং প্লেয়ার (Emerging Player) নির্বাচিত হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইয়াশতিকা ভাটিয়া। পার্পল ক্যাপ (Purple Cap) পেলেন মুম্বইয়ের হ্যালে ম্যাথিউজ (Hayley Mathews), তার সংগ্রহে মোট ১৬টি উইকেট (Wickets)। অন্যদিকে সর্বাধিক উইকেটের তালিকায় নাম রয়েছে ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) সোফি একলেসটনেরও (Sophie Ecclestone)। তার সংগ্রহে মোট ১৬টি উইকেট। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং পেলেন অরেঞ্জ ক্যাপ (Orange Cup), সংগ্রহে সর্বাধিক ৩৪৫ রান। সর্বোচ্চ ব্যাটিং গড়ের তালিকায় রয়েছেন ন্যাট স্কিভার-ব্রান্ট, ৬৬.৪। টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইকরেটের (Strike Rate) রেকর্ড গড়লেন দিল্লির শেফালি ভার্মা (Shafali Verma) ১৮৫.২৯। 

একক ম্যাচের নিরিখে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোফি ডেভিন (Sophie Devine)। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে, তার ৩৬ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংসের জন্যই পেলেন এই পুরস্কার। অন্যদিকে এই মেগা টুর্নামেন্টে, সর্বাধিক ১৩টি ছয় মেরেছেন দিল্লি ক্যাপিটালসের শেফালি ভার্মা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোফি ডেভিন। সেরা বোলিং-এর জন্য পুরস্কার পেলেন দিল্লি ক্যাপিটালসের মারিজ্যানে ক্যাপ (Marizanne Kapp)। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে, ১৫ রানের বিনিময়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। আর এই টি-২০ লিগের প্রথম হ্যাট-ট্রিক গার্ল ইউপি ওয়ারিয়র্সের ইসসি ওউং (Issy Wong)।  

POST A COMMENT
Advertisement