Bengal Cricket Team: বাংলা দলের নয়া কোচ লক্ষ্মী-ই? আজ ঘোষণা

অনূর্ধ্ব-২৫ দলের দায়িত্ব থেকে লক্ষীকে সিনিয়র দলের দায়িত্বে নিয়ে আসা হবে। সাপোর্ট স্টাফেও হয়ত বেশ কিছু রদবদল হতে চলেছে। সেক্ষেত্রে সৌরাশিস লাহিড়ীকে ফের অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্বে ফিরিয়ে দেওয়া হতে পারে। এতদিন অরুণ লালের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন সৌরাশিষ। বোলিং কোচের দায়িত্বে রদবদল হচ্ছে না বলে খবর। শিবশঙ্কর পালের হাতেই থাকছে সেই দায়িত্ব।

Advertisement
বাংলা দলের নয়া কোচ লক্ষ্মী-ই? আজ ঘোষণালক্ষ্মীরতন শুক্লা
হাইলাইটস
  • বাংলা ক্রিকেট দলের কোচের পদ ছেড়েছেন অরুণ লাল
  • লক্ষ্মী পেতে পারেন দায়িত্ব

সরকারিভাবে বাংলা দলের কোচ হিসেবে লক্ষীরতন শুক্লার (Laxmi Ratan Sukla) নাম ঘোষণা হবে আজ সন্ধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা  সাতটায় সাংবাদিক  সম্মেলন করে কোচ হিসেবে বাংলা দলের প্রাক্তন অধিনায়কের নাম সরকারীভাবে ঘোষণা করবে সিএবি (CAB)।  অরুণ লাল (Arun Lal) কোচের দায়িত্ব থেকে সরে দাড়ানোর পরে নতুন মরশুমে মনোজদের কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা প্রথম থেকেই পরিবর্ত হিসেবে লক্ষীরতন শুক্লার কথা ভেবেছিল। তবে ভেঙ্কটেশ প্রসাদ এবং ডাব্লু ভি রামনের নামও ঘুরছিল। ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের মত বড় নামও। শেষ পর্যন্ত লক্ষীরতন শুক্লার হাতেই বাংলার কোচের দায়িত্ব তুলে দিতে চলেছে সিএবি। 

অনূর্ধ্ব-২৫ দলের দায়িত্ব থেকে লক্ষীকে সিনিয়র দলের দায়িত্বে নিয়ে আসা হবে। সাপোর্ট স্টাফেও হয়ত বেশ কিছু রদবদল হতে চলেছে। সেক্ষেত্রে সৌরাশিস লাহিড়ীকে ফের অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্বে ফিরিয়ে দেওয়া হতে পারে। এতদিন অরুণ লালের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন সৌরাশিষ। বোলিং কোচের দায়িত্বে রদবদল হচ্ছে না বলে খবর। শিবশঙ্কর পালের হাতেই থাকছে সেই দায়িত্ব।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল কোচ হতে পারেন স্টিফেন-ই, সহকারী বিনো

শোনা গিয়েছিল অশোক দিন্দাকে বোলিং কোচ করা হবে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়ত হচ্ছে না। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে বাংলার ক্রিকেট দলের সঙ্গে ফের যুক্ত হচ্ছেন ডাব্লু ভি রামন। ২০০০-০১ ও ২০১০-২০১২ এই দুই পর্যায়ে তিনি বাংলা দলের কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর কোচিংয়ে বাংলা দল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে না পারলেও সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছিল। তাছাড়া তাঁর কোচিংয়ে খেলার অভিঞ্জতা রয়েছে লক্ষীরতন শুক্লাদের। নতুন কোচের খোঁজে নেমে সিএবি এমন একজনকে দায়িত্ব দিতে চেয়েছিল যার লড়াকু মানসিকতা রয়েছে।

আরও পড়ুন: সিরিজ জয় ভারতের, ব্যাট হাতে 'হিরো' অক্ষর  

সাম্প্রতিক অতীতে অরুণ লালের কোচিংয়ে বাংলা সাফল্য পেলেও রঞ্জি জেতা হয়নি। শেষ বছরে ভাবনা চিন্তায় নতুনত্বের অভাব ধরা পড়ছিল বলে মনে করে সিএবি।  ক্রিকেটাররাও তাঁর কোচিং পদ্ধতি নিয়ে শেষের দিকে কিছু অসন্তুষ্ট ছিলেন বলে সূত্রের খবর। ফলে বিদায় আসন্ন ছিল। যা বুঝতে পেরেই সরে দাড়ান অরুণ লাল। এখন দেখার প্লেয়ার হিসেবে না পারলেও কোচ হিসেবে বাংলাকে রঞ্জি এনে দিতে পারেন কি না লক্ষ্মী। 

Advertisement

POST A COMMENT
Advertisement