scorecardresearch
 

Lionel Messi: বার্সেলোনায় ফিরছেন মেসি? জাভি বললেন, 'দরজা খোলা...'

'লিওনেল মেসির (Lionel Messi) জন্য বার্সেলোনার (Bercelona FC) দরজা সবসময় খোলা রয়েছে।' এমনটাই জানিয়ে দিলেন বার্সেলোনার কোচ ও মেসির প্রাক্তন সতীর্থ জাভি (Xavi)। নতুন মরশুমের জন্য পিএসজি-র (PSG) সঙ্গে চুক্তি হয়নি আর্জেন্টাইন (Argentina) তারকার। সেই জন্যই মেসিকে বার্সেলোনায় ফেরার বার্তা দিয়ে রাখলেন জাভি। তিনি চাইলেই আবারও ফিরতে পারেন স্প্যানিশ ক্লাবে।

Advertisement
জাভি ও মেসি জাভি ও মেসি
হাইলাইটস
  • বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি?
  • ইঙ্গিত দিলেন জাভি

'লিওনেল মেসির (Lionel Messi) জন্য বার্সেলোনার (Bercelona FC) দরজা সবসময় খোলা রয়েছে।' এমনটাই জানিয়ে দিলেন বার্সেলোনার কোচ ও মেসির প্রাক্তন সতীর্থ জাভি (Xavi)। নতুন মরশুমের জন্য পিএসজি-র (PSG) সঙ্গে চুক্তি হয়নি আর্জেন্টাইন (Argentina) তারকার। সেই জন্যই মেসিকে বার্সেলোনায় ফেরার বার্তা দিয়ে রাখলেন জাভি। তিনি চাইলেই আবারও ফিরতে পারেন স্প্যানিশ ক্লাবে।

ছোটবেলা থেকে কেরিয়ারের অর্ধেকেরও বেশি সময় স্প্যানিশ ক্লাবেই কাটিয়েছেন মেসি। কেরিয়ারের শেষদিকে সেই বার্সেলোনাকেই চোখের জলে বিদায় জানান সুপারস্টার ফুটবলার। আবারও সেই ক্লাবেই সই করতে পারেন সুপারস্টার ফুটবলার। শৈশব থেকেই বার্সেলোনায় কাটিয়েছেন মেসি। যদিও ২০২১ সালে ক্লাবের আর্থিক সমস্যার জন্য ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি। তবে অনেকেই মনে করেন এখনও বার্সেলোনাকে ভুলতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। 

আরও পড়ুন: এঁরা দুই মহিলা লেসবিয়ান ক্রিকেটার, সন্তানেরও জন্ম দিয়েছেন, PHOTOS

বার্সেলোনার বর্তমান কোচ জাভিও দীর্ঘদিন এই ক্লাবে খেলেছেন। জাভি বলেন, মেসি বার্সেলোনায় ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে। স্পেনের এই ক্লাবই মেসির আসল ঠিকানা বলেও মন্তব্য করেন তিনি। 

বার্সেলোনার কোচ বলেন, ' আমি আগেও বলেছি, মেসির আসল ঠিকানা হল বার্সেলোনা। ক্লাবের দরজা তার জন্য সবসময় খোলা আছে। ও একজন ভাল বন্ধু। আমি ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ভবিষ্যতে ও কোথায় যাবে তা ওর ওপরেই নির্ভর করছে। আর বার্সেলোনাতেই মেসির বাড়ি। এ ব্যাপারে তো কোনও সন্দেহ নেই।'   

আরও পড়ুন: 'ওদের লাইব্রেরিতে তো অর্ধেক বনপলাশির পদাবলী,' ইস্টবেঙ্গলকে খোঁচা মোহন-কর্তার

গত বছরের শেষদিকেই মেসি বিশ্বকাপ এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফলে স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে সরগরম ফুটবল দুনিয়া। কোন দলে যাবেন তিনি? সেটাই এখন বড় প্রশ্ন। পিএসজি-র সঙ্গে চুক্তি সামনের বছরেই শেষ হয়ে যাচ্ছে। ফলে তাঁর বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়ছে। মেসি কি ফের ফিরবেন তাঁর পুরনো ক্লাবে? এটা সময়ই বলবে। তবে এ প্রসঙ্গে জাভির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এর অর্থ মেসিকে ফিরে পেতে মরিয়া স্প্যানিশ ক্লাব।

Advertisement

Advertisement