ইডেনে তান্ডব চালালেন যশস্বী জয়সওয়াল। দারুণ ব্যাট করলেন সঞ্জু স্যামসনও। যার জেরে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্সকে নয় উইকেটে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল। শুধু তাই নয়, বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল কেকেআর-এর। মাত্র ১৩ বলে ৫০ করে আইপিএল-এ রেকর্ড গড়ে ফেললেন তরুণ যশস্বী।
ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে জয়ের জন্য মাত্র ১৫০ রানের লক্ষ্য দেয়। জবাবে ১৪ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। রাজস্থানের জয়ের নায়ক ছিলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ৪৭ বলে ৯৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার বাদে পাঁচটি ছক্কা।
আরও পড়ুন: সলমন শোয়ের দু'দিন আগেই শহরে জ্যাকলিন, যেভাবে ধরা পড়লেন
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ধুমধাম করে শুরু করেন রাজস্থান। বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী ইনিংসের প্রথম ওভারে বল করতে আসা নীতীশ রানার এক ওভারে ২৬ রান নেন। যশস্বীর ঝড়ো ব্যাটিং অব্যাহত থাকে এবং তিনি মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে প্যাট কামিন্স এবং কেএল রাহুলের রেকর্ড ভাঙেন। দুই ক্রিকেটারেরই ১৪ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল।
রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসনও। স্যামসন মাত্র ২৯ বলে ৪৮ রান করেন, যার মধ্যে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা।
আরও পড়ুন: একাই ৯৮ যশস্বীর, ৯ উইকেটে RR-এর কাছে হেরে প্রায় বিদায় KKR-এর
আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি:
১৩ - যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস) বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২৩
১৪ - কেএল রাহুল (পাঞ্জাব কিংস) বনাম দিল্লি ক্যাপিটালস, মোহালি, ২০১৮
১৪ - প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স) বনাম মুম্বই ইন্ডিয়ান্স, পুনে, ২০২২
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হওয়ায় পাওয়ারপ্লেতেই ওপেনারদের উইকেট হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমত, জেসন রয় হেটমায়ারকে চালান ট্রেন্ট বোল্ট। এরপর সন্দীপ শর্মার হাতে ক্যাচ দিয়ে গুরবাজকে আরেকটি ধাক্কা দেন ট্রেঞ্চ বোল্ট। দুই উইকেটের পতনের পর অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে ৪৮ রানের জুটি গড়ে। 22 রান করা রানা হেটমায়ারের হাতে যুজবেন্দ্র চাহালের হাতে ধরা পড়েন। নীতীশ রানার উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন চাহাল।