Advertisement

Anwar Ali: মোহনবাগানের ডাকে সাড়া দিলেন না আনোয়ার, বড় শাস্তির মুখে ভারতীয় ডিফেন্ডার

১৯ জুলাই আনোয়ার আলিকে (Anwar Ali) অনুশীলনে আসতে বলেছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan upper Giant)। তবে শুক্রবার সকালে মোহনবাগান রিজার্ভ দলের অনুশীলনে আসেননি ভারতীয় দলের তারকা স্টপার। আর সেই কারণে বড় জরিমানার মুখে পড়তে চলেছেন আনোয়ার। তাঁকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি শুক্রবার থেকে দলের সঙ্গে যোগ না দিলে প্রতিদিন ১ লক্ষ টাকা করে জরিমানা করা হবে। তিনি না আসায়, সেই জরিমানা এবার লাগু হবে কিনা তা এখনও জানানো হয়নি। 

Anwar Ali

Advertisement
POST A COMMENT