Advertisement

Anwar Ali Transfer Update: দলবদল নিয়ে চূড়ান্ত নাটক ময়দানে, ইস্টবেঙ্গল না মোহনবাগান কোন দলে খেলবেন আনোয়ার?

ভারতীয় তারকা ফুটবলার ভরসা দিয়েছেন মোহনবাগান ডিফেন্সকে। তাঁকে নিয়ে আসন্ন মরসুম শুরু হওয়ার আগে থেকেই চলছে দলবদলের মেগা লড়াই। ঘটনার সূত্রপাত দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের এক পোস্ট থেকে। তিনি জানান, নতুন  ক্লাবে দেখা যেতে চলেছে আনোয়ারকে। এরপরই সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট আসরে নামেন। যদিও তার আগেই চুপিসারে আসরে নেমে পড়েন লাল-হলুদ কর্তারা তারা বলেন আনোয়ারের সঙ্গে তাদের চুক্তি ২০২৭ পর্যন্ত। ফলে এই ডিফেন্ডার অন্য কোনও ক্লাবে যাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানদের কাছে জানতে চাওয়া হয়, ডুরান্ড কাপে আনোয়ারকে দেখতে তাঁরা প্রস্তুত কিনা। 

Anwar Ali Transfer Update

Advertisement
POST A COMMENT