scorecardresearch
 
Advertisement

U19 Women Cricket Team: 'সচিন স্যর'-এর টিপস নিয়ে ঘরে ফিরলেন বাংলার ২ বিশ্বকাপজয়ী কন্যা

U19 Women Cricket Team: 'সচিন স্যর'-এর টিপস নিয়ে ঘরে ফিরলেন বাংলার ২ বিশ্বকাপজয়ী কন্যা

ঘরে ফিরল বাংলার দুই চ্যাম্পিয়ন মেয়ে। অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই বঙ্গ সন্তান তিতাস সাধু ও ঋষিতা বসু বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ থেকে শহরে ফিরলেন। এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানায় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা। বিমানবন্দরে তাদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান হয়।

Titas Sadhu and Rishita Bose who won the Under 19 Women's World Cup returned home

Advertisement