ঘরে ফিরল বাংলার দুই চ্যাম্পিয়ন মেয়ে। অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই বঙ্গ সন্তান তিতাস সাধু ও ঋষিতা বসু বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ থেকে শহরে ফিরলেন। এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানায় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা। বিমানবন্দরে তাদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান হয়।
Titas Sadhu and Rishita Bose who won the Under 19 Women's World Cup returned home