scorecardresearch
 

Beijing Winter Olympics: চিনে হতে চলা অলিম্পিক বয়কটের ডাক, শুরু সই সংগ্রহ অভিযান

Beijing Winter Olympics: চিনে হতে চলা অলিম্পিক বয়কটের ডাক, শুরু সই সংগ্রহ অভিযান

ফেব্রুয়ারিতে চিনের রাজধানী অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমসের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছ তিব্বতি সংগঠনগুলো। লাগাতার বিক্ষোভ করেছে তিব্বতিরা। দার্জিলিং রিজিওনাল তিবেতিয়ান ওম্যান কংগগ্রেস ও দার্জিলিং তিবেতিয়ান ইউথ কংগ্রেসের বক্তব্য, চীন তিব্বতে তাদের নৃশংসতা অব্যাহত রেখেছে, যা সেখানে বসবাসকারী তিব্বতিদের ক্ষতি করছে। সেখানে মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে। চিনের মনোভাব জনকল্যাণের নয়। এমতাবস্থায় চিনে এ ধরনের অনুষ্ঠান হওয়া উচিত নয়। চিন সবসময় মানুষের অনুভূতি ও সংবেদন নিয়ে খেলেছে। তারা এই ওলিম্পিক বয়কটের ডাক দিয়েছে।

Calls For Boycott The Beijin Winter Olympics 2022