scorecardresearch
 
Advertisement

CWG 2022: ১৬ বছর পর কমনওয়েলথ হকিতে ভারতের মেয়েদের ব্রোঞ্জ জয়

CWG 2022: ১৬ বছর পর কমনওয়েলথ হকিতে ভারতের মেয়েদের ব্রোঞ্জ জয়

১৬ বছর পর মেয়েদের হকিতে পদক মিলল। নিউজিল্যান্ডের মেয়েদের শুট আউটে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতের মেয়েরা। একটা গোলে এগিয়ে থাকা ম্যাচে ১৮ সেকেন্ড বাকি থাকতে গোল খেয়ে গেল ভারত। আর তারপর সেই পেনাল্টি শুট আউট। এবার যদিও সেখান থেকে খালি হাতে ফিরতে হল না ভারতের মেয়েদের। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১-এ শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতকে গোল করে এগিয়ে দেন সালিমা। ডি বক্সের ভেতরে ডেঞ্জারেস প্লের জন্য পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকে গোল করে তারা। এর আগে ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথে শেষ বার রুপোর পদক এসেছিল। পদক জেতার পর মহিলা হকি টিমের ক্যাপ্টেন সবিতা পুনিয়া আজতক-কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কী বললেন শুনুন।

India outclass New Zealand to win Bronze in women hockey

Advertisement