Advertisement

Commonwealth Games 2022: পায়ে চোট নিয়েও ভারতকে সোনা এনে দিলেন পিভি সিন্ধু

বাঁ পায়ে হাল্কা চোট নিয়ে খেলতে নেমেছিলেন। তবে তাকে দমিয়ে রাখা যায়নি। ব্যাডমিন্টনে কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দিলেন পিভি সিন্ধু। প্রথম সেটে কানাডার মিশেল লিকে ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন ভারতের শাটলার। টোকিও অলিম্পিকে সোনা জিততে না পারলেও, কমনওয়েলথে সোনা জিতলেন ভারতের তারকা। সোনা জেতার পর আজতককে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। চলুন শুনে নি সিন্ধু কী বলেছেন।

PV Sindhu won the gold medal in the badminton womens singles in Birmingham

Advertisement
POST A COMMENT