ইয়ুথ লিগে মোহনবাগানের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচের পয়েন্ট কাটা গেল লাল-হলুদের। পাশাপাশি বয়স ভাঁড়ানোর অভিযোগ প্রমানিত হওয়ায় ৬০ হাজার টাকা জরিমানাও করা হল লাল-হলুদ ক্লাবকে। এক ফুটবলার চার বছরের জন্য সাসপেন্ড হয়ে গেলেন। ইয়ুথ লিগের প্রথম ডার্বিতে হারের পর বয়স ভাঁড়ানো ও জাল আঁধার কার্ড ব্যবহার করে ফুটবলারকে খেলানোর অভিযোগ তুলেছিল মোহনবাগান।
East Bengal Age Fraud Case