scorecardresearch
 
Advertisement

FIFA World Cup 2022: বিশ্বকাপে ব্রাজিল টিমে একাধিক তারকা, তারপরও সমস্যায় দল?

FIFA World Cup 2022: বিশ্বকাপে ব্রাজিল টিমে একাধিক তারকা, তারপরও সমস্যায় দল?

হাতে মাত্র আট দিন, তারপরেই ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই ব্রাজিল দল ঘোষণা করে দিয়েছে। একাধিক তারকা ফুটবলার রয়েছেন দলে। নেইমার নির্ভরতা কাটিয়ে নতুনভাবে তৈরি এই ব্রাজিল দলের শক্তি ও দুর্বলতা নিয়েই আলোচনা চলছে নানা মহলে। তবে ব্রাজিল দলের শক্তি কিন্তু তাঁদের আক্রমণ। দলে নেইমার আছেন। বর্তমানে দারুণ ছন্দে ব্রাজিল তারকা। সঙ্গে ভিনিশিয়াস জুনিয়র। গোল করতে পারেন গ্যাব্রিয়েল জেসুসও। পরিবর্ত হিসেবে নামতে পারেন মার্শিয়াল। যথেষ্ট গতি আছে তাঁর। ফলে পরের দিকে বিপক্ষ দলকে সমস্যায় ফেলে দিতে পারেন তিনি। সব মিলিয়ে বলা যায়, চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত উপাদান রয়েছে ব্রাজিল দলে। তবে খেলা শুরু হলে গোটা বিষয়টা পরিষ্কার হবে।

Brazil Team Analysis For FIFA World Cup 2022

Advertisement