বিশ্বকাপে আজ ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা সময় বলে দেবে। হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরেই যেন তাদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের "মা গন্ধেশ্বরী সুইটস" বানিয়ে ফেলেছে মেসির ক্ষীরের মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ ট্রফি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা,সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ। দেখুন ভিডিও।
FIFA World Cup 2022 - Messi statue made of sweets in Howrah