রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)। অলিম্পিক্সের সব কভার করতে টোকিওতে পৌঁছে গিয়েছি আমরাও। করোনা আবহে এবার একাধিক কড়াকড়ি রয়েছে অলিম্পিক্সে। গেমস ভিলেজে কড়া ভাবে মানা হচ্ছে সামাজিক দূরত্ব। দেখে নিন টোকিওতে অলিম্পিক্স গেমস ভিলেজে ভারতীয় মহিলা দলের ডাইনিং হল। পরিচয় সেরে নেওয়া যাক গোটা টিমের সঙ্গে। উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন না রানি রামপাল।