scorecardresearch
 
Advertisement

Mehtab Hossain: '২০১০-১১-র পর থেকে ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা নেই কেন?' উত্তর দিলেন মেহতাব

Mehtab Hossain: '২০১০-১১-র পর থেকে ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা নেই কেন?' উত্তর দিলেন মেহতাব

এখনকার ফুটবলাররা যেরকম টাকা পান সেরকম পারফরম্যান্স মাঠে দিতে পারেন না। অভিযোগ করলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। তাঁর দাবি, এখনকার খেলোয়াড়দের টাকা বেড়েছে। লাইফস্টাইল উন্নত হয়েছে। কিন্তু মাঠের পারফরম্যান্স সেভাবে দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলেন নাম করেন তিনি। বলেন, 'সেই ২০১০-১১ সালের পর থেকে দলটা ধারাবাহিকতার অভাবে ভুগছে। কারণ, দলে ঘন ঘন বদল করা হচ্ছে। ম্যানেজমেন্টকেও এই বিষয়টা নজর দিতে হবে।'

Exclusive Interview Of Footballer Mehtab Hossain

Advertisement