মঙ্গলবার প্রকাশিত হয়ে গিয়েছে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের সূচি। আইসিসি এই সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপে ১৫ অক্টোবর মুখোমুখি হতে চলেছে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ১৯ নভেম্বর মুম্বই ও কলকাতায় হবে সেমিফাইনাল ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচেও মুখোমুখি হতে পারেন বাবর আজম-রোহিত শর্মারা। অন্যদিকে বিশ্বকাপের আগেও মুখোমুখি হতে পারে ভারত-পাক।