scorecardresearch
 
Advertisement

VIDEO: মিলখা সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ অ্যাথলিট সোমা বিশ্বাসের

VIDEO: মিলখা সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ অ্যাথলিট সোমা বিশ্বাসের

প্রয়াত হলেন ফ্লাইং শিখ (Flying Sikh) মিলখা সিং (Milkha Singh)। ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম নক্ষত্র ছিলেন ভারতীয় সুপারস্টার অ্যথলিট মিলখা সিং। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতের এই স্পিডস্টার। নিজের জীবনে অনেক বড় কৃতিত্ব দেশের জন্য খেলার জগতে অর্জন করেছিলেন মিলখা। ৯১ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে ত্যু হলো মিলখা সিংয়ের। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব, ২০০২ ও ২০০৬ সালে এশিয়াডে সোনা ও রূপা জয়ী, অর্জুন পুরস্কার প্রাপ্ত সোমা বিশ্বাস ।

Advertisement