scorecardresearch
 
Advertisement

Mohun Bagan:'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই",ক্লাব তাঁবুর উদ্বোধনে বললেন মমতা

Mohun Bagan:'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই",ক্লাব তাঁবুর উদ্বোধনে বললেন মমতা

নতুন ভাবে সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। আর সবুজ-মেরুনের সেই তাঁবু উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে বিধান চন্দ্র রায়, প্রফুল্ল সেন, জ্যোতি বসুরা মোহনবাগান তাঁবুতে পা রেখেছেন। বিভিন্ন বিষয় কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের পাশে থাকলেও তাঁবুতে আসা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই জন্যই নিজেদের ক্লাব তাঁবুর উদ্বোধন করতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সেই আবেদনে সাড়া দিয়েই মোহনবাগান তাঁবুতে এলেন মমতা। বিকেল চারটে নাগাদ ক্লাবে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। মোহনবাগান ক্লাবকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। 

chief minister Mamata Banerjee Inauguration mohun bagan club tent

Advertisement