Advertisement

Kolkata Derby: ডার্বি নিয়ে জটিলতা, কবে-কখন ইস্টবেঙ্গল VS মোহনবাগান ম্যাচ?

১০ মার্চ ডার্বি হওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। তবে মোটামুটি যা ঠিক হয়েছে তাতে ডার্বি রবিবারই অনুষ্ঠিত হবে রাত ন'টা থেকে। তবে সমস্যা রয়েছে সম্প্রচার নিয়ে। এই সময় সম্প্রচার করা সম্ভব নয় বলে এফএসডিএল-কে জানিয়ে দিয়েছে জিও সিনেমা। তা হলে ডার্বি কখন বা কবে আর হলেই বা ক'টার সময়? এই তিন প্রশ্নের উত্তর এখনও অধরা।

Kolkata Derby

Advertisement