scorecardresearch
 
 

কোয়ারান্টাইন পর্ব শেষ, বায়ো বাবলের মধ্যে আইলিগের প্রস্তুতি শুরু মহমেডানের-VIDEO

৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইলিগ। এবছর আইলিগে মোহনবাগান, ইস্টবেঙ্গল না থাকলেও কলকাতা ময়দানের তিন প্রধানের মধ্যে এক প্রধান থাকছে এবারের আইলিগে। আর সেই মহমেডান স্পোর্টিংকে নিয়ে এবারের আইলিগে চূড়ান্ত উন্মাদনা বাংলার থেকে। এবার বায়ো বাবলের মধ্যে নিজেদের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন মহমেডান ফুটবলাররা। কয়েকদিন ছিলেন কোয়ারান্টাইনে। সেখানে থেকে কোভিড টেস্ট হয়েছিল ফুটবলারদের। তারপর এবার সেখান থেকে বেড়িয়ে বায়ো বাবলের মধ্যে থেকে জিমে গা ঘামালেন ফুটবলাররা।