Advertisement

Exclusive Video: ঐতিহাসিক সোনা জয়! কেমন ছিল নীরজের যাত্রা, জানালেন নিজেই

জ্যাভলিনে (Javelin) সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেনষ শনিবার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনা পান। পদক পাওয়ার পর আজতকের মুখোমুখি ভারতের সোনাজয়ী নীরজ! নিজের ছোটোবেলা থেকে শুরু করে সোনা জয়, খোশ মেজাজে এক্সক্লুসিভ নীরজ চোপড়া, দেখুন ভিডিও।

Advertisement