বিখ্যাত ক্রীড়াবিদ গোষ্ঠ পালের আজ ১২৫ তম জন্ম দিবস। সে কারণেই আজ কলকাতার ময়দানে তার মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মনোজ তিওয়ারি, বাবুন ব্যানার্জি, সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়। মাল্যদানের পর এদিন অরূপ বিশ্বাস জানান গোষ্ঠ পাল এমন একজন ক্রীড়াবিদ ছিলেন যিনি শুধুমাত্র ফুটবল নয় ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, টেবিল টেনিস খেলায়ও সমানভাবে পারদর্শী ছিলেন। তিনি রাজ্য তথা দেশের গর্ব এবং সম্পদ। তিনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন তা সবার জানা উচিত। তার জীবনী আগামীদিনে সবাইকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন খেলার জন্য অনেকগুলি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন রাজ্যে। যার মূল লক্ষ্য হল বাংলা থেকে উদীয়মান খেলোয়াড়দের তুলে নিয়ে আসা। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে তিনি বলেন, কিছুদিন ধরে ক্লাব নিয়ে যে টালমাটাল পরিস্থিতি চলছে সেই সমস্যারও অতি দ্রুত সমাধান হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সমস্যার সমাধান করবেন।