Advertisement

Ratan Tata-East Bengal: ফুটবলের উন্নতিতে অসামান্য অবদান, এবার ইস্টবেঙ্গলের 'রতন' টাটা

রতন টাটাকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে একটা আবেগের নাম ইস্টবেঙ্গল। আর সমগ্র ভারতবাসীর কাছে, রতন টাটা শুধু একজন শিল্পপতি নন, দার্শনিকও বটে। ৮৫ বছর বয়সেও যিনি সামলাচ্ছেন টাটার বিরাট এক সাম্রাজ্য। ব্যবসা অনেকেই করেন। তবে রতন টাটার মতো শিল্পপতি ভারতে খুব বেশি নেই। শুধুমাত্র একজন ব্যবসায়ী হিসেবে নয়, টাটা গোষ্ঠী গত কয়েশ বছর ধরে ভারতের সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর সেই জন্যই ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে ধরা হচ্ছে।

Advertisement
POST A COMMENT