Advertisement

Richa Ghosh: পাকিস্তানকে হারিয়ে বাবাকে ফোন রিচার, কী বললেন তিনি?

রিচা ঘোষের ব্যাটে ভর করেই কয়েক ঘন্টা আগে বিশ্বকাপের মঞ্চে আরও একবার পাকিস্তান বধ করেছে ভারতীয় মহিলা দল। যার ঘোর কাটছে না গোটা দেশের। সেই রেশ যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন তাঁর পরিবার সেটা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের পর শিলিগুড়ির বাড়িতে ফোন করেছিলেন রিচা। কথা হয়েছে বাবার সঙ্গে। পাকিস্তানকে হারিয়েকী বললেন রিচা? শুনুন রিচা বাবা মানবেন্দ্র ঘোষের মুখেই।

Advertisement
POST A COMMENT