দিন দিন যেন জনপ্রিয় হচ্ছেন মহারাজ! কেনো Z ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন SOURAV GANGULY? Z ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। Y ক্যাটাগরি থেকে প্রশাসনিক স্তরে পর্যালোচনার পর সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে খবরে ইতি মধ্যে সিল মোহর দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এর কাছের সূত্র। AajTak বাংলা কে exclusive ভাবে এই বিষয়ে জানানো হয়, "এতদিন মহারাজ পেতেন ওয়াই ক্যাটাগরির নিারপত্তা, এবার তাঁকে দেওয়া হবে জেড ক্যাটাগরির নিরাপত্তা।" CSK-র বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে তিনি IPL থেকে বাড়িতে ফিরবেন মহারাজ। এরপরই তাঁর নিরাপত্তা বলবৎ করা হবে বলে জানা গিয়েছে। Z ক্যাটাগরি সিকিউরিটি মানে 'রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি'। বাড়ি সহ তিনি যেখানেই যাবেন সর্বক্ষণ সিকিউরিটি থাকবে সৌরভের সঙ্গে। সঙ্গে 2 জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সবসময় তাঁর সঙ্গে থাকবে একটি এসকর্ট কার। তবে হঠাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এই জোর? জানা যাচ্ছে, মহারাজের নিরাপত্তার বিষয়টি রুটিন প্রোটোকল মেনেই। রাজ্য সরকার সূত্রে খবর, কোনও ভিআইপি-র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই মেয়াদই শেষ হচ্ছে। আর তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরভ এর পরিচিত সূত্রে জিজ্ঞাসা করা হলেও জানা যায় এমনটা। বিশেষ সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কোনোরকম আবেদন করেননি। তবে বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্যে পাইলট কার তার প্রয়োজন। ফলে , জল্পনা কল্পনা অনেক ধরণের চললেও আসলে মহারাজের ভিআইপি তকমার জন্যে এমন সিদ্ধান্ত। আর হবে নাই বা কেনো? বাঙালির একমাত্র স্পোর্টিং আইকন এর বয়স যে দিন দিন কমছে তা বলাই চলে।
Sourav Ganguly's security cover upgraded to Z category.