scorecardresearch
 

VIDEO: দূরন্ত শুরু করেও Tokyo Olympics-এর হকিতে সোনা জয় অধরাই থেকে গেল ভারতের

VIDEO: দূরন্ত শুরু করেও Tokyo Olympics-এর হকিতে সোনা জয় অধরাই থেকে গেল ভারতের

দূরন্ত শুরু করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ভারতীয় হকি টিমকে বেলজিয়ামের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল। সৌজন্যে বারবার সুযোগ তৈরি করেও তা গোলে কনভার্ট না করতে পারা। এদিন টোকিও অলিম্পিকের (Tokyo Olympics 2020) সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখী হয়েছিল ভারত। শুরুতে পরপর দুটি গোল করে এগিয়ে যায় ভারত। কিন্তু একটা আশঙ্কা ছিলই যে বেলজিমাল পাল্টা আঘাত হানবেই। যেমন ভাবা তেমনই কাজ। মনপ্রীত সিং গ্রিন কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যেতেই ভারতের ওপর চেপে বসে বেলজিয়াম। এটাই ছিল কার্যত খেলার টার্নিং পয়েন্ট। যদিও, এখনও হকি থেকে পদক জয়ের আশা শেষ হয়নি ভারতের জন্য। কীভাবে? জানাচ্ছেন বোরিয়া মজুমদার...