Advertisement

Trisha Mallick East Bengal: টালির চালা থেকে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, তৃষার ঘরে bangla.aajtak.in

রেললাইনের ধারে ছোট্ট টালির ঘর। তার উপর আবার বেশ কিছু টালি ভাঙা। কালো ত্রিপলে কোনওমতে ঢাকা। এই ঘর থেকেই উঠে এসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দত্তপুকুরের তৃষা। দত্তপুকুরের নিবাধুই বালিকা বিদ্যালয়ের দল থেকেই উঠে এসেছেন ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন। এই সেই মাঠ এখানেই দিন রাত ছেলেদের সঙ্গেই ফুটবল খেলতেন তৃষা। তাঁর মা নিজেই জানালেন তৃষার ছোটবেলার কথা। bangla.aajtak.in প্রথম তুলে ধরল তৃষার বাড়ির চিত্র।

Trisha Mallick

Advertisement
POST A COMMENT