ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্তের (Rishabh Pant) সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ঊর্বশীর একটি সাক্ষাৎকার ভাইরাল হতেই এ নিয়ে নানা রকম মন্তব্য করতে শুরু করে দেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যদিও দুই জনের কেউই এই বিষয়ে কারুর নাম প্রকাশ্যে আনেনি। ঊর্বশী যেমন এক সাক্ষাৎকারে বলেছেন, 'মিস্টার আরপি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।' তিনি এও জানান, মিস্টার আরপিকে ১০ ঘন্টা দিল্লির এক হোটেলের লবিতে অপেক্ষা করিয়েছিলেন বলিউড অভিনেত্রী। এরপর এই ঘটনা মিথ্যে বলে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ঋষভ। আর এবার তার পাল্টা দিলেন ঊর্বশী।
Urvashi Rautela replied Rishabh Pant