Advertisement

Sunil Gavaskar at Mohunbagan Club: চুনীদার নামাঙ্কিত গেট উদ্বোধন করা আমার কাছে সৌভাগ্যের: গাভাস্কার

“চুনীদার নামাঙ্কিত গেট উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম গৌরব ও সৌভাগ্যের। চুনীদার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল আমার। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।” পয়লা বৈশাখের দিন মোহনবাগান ক্লাবের বারপুজো এবং ক্লাবের নব নির্মিত প্রধান প্রবেশদ্বার ‘চুনী গোস্বামী গেট’-র আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার।

Veteran Cricketer Sunil Gavaskar at Mohunbagan Club, Kolkata

Advertisement
POST A COMMENT