মেলাল সে মেলাল! যুযুধান দুই দলকে মিলিয়ে দিল 'ইন্ডিয়া'। বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলকে বিজেপি ও কংগ্রেসের শুভেচ্ছা জানানো নিয়ে যার সূত্রপাত ঘটল।
বিজেপির এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) তরফে লেখা হয়,'চলো টিম ইন্ডিয়া। তোমাদের উপর বিশ্বাস আছে।' তা সমর্থন করে কংগ্রেস লেখে, 'একদম সত্যি। জিতবে ভারতই।'
True that!
— Congress (@INCIndia) November 19, 2023
JEETEGA INDIA 🇮🇳 https://t.co/nLEInv14WR
অতিসম্প্রতি, জাতীয় রাজনীতিতে 'ইন্ডিয়া' শব্দ নিয়েও লড়াই হয়েছে দুই দলের। বিরোধী দলগুলির বৈঠকে জোটের নাম দেওয়া হয়েছে দেশের নামের সঙ্গে মিলিয়ে- ইন্ডিয়া। যা নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন,'ইউপিএ জোটের কুকর্ম ঢাকতে নতুন নাম নিয়ে এসেছে বিরোধীরা।' ইন্ডিয়া নিয়ে বিতর্ক এখানেই থামেনি। বরং জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্রে 'ভারত' নাম ব্যবহার করে কেন্দ্রীয় সরকার। সম্মেলনে নরেন্দ্র মোদীর সামনে রাখা হয় 'ভারতের প্রধানমন্ত্রী'র পরিচয় কার্ড। যা নিয়ে জল্পনা শুরু হয়, তাহলে কি দেশের নাম পাকাপাকিভাবে ইংরেজিতেও 'ভারত' হতে চলেছে?
কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দেয়, এমন কোনও উদ্দেশ্য নেই। সংবিধানেই দেশের দুটি নাম ব্যবহারের কথা রয়েছে।' বিরোধীরা দাবি করে, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে শাসক দল। সেজন্য তারা ইন্ডিয়ার পরিবর্তে ভারত নাম ব্যবহার করছে। তবে বিশ্বকাপের ফাইনালের আগে কেন্দ্রের শাসক দলের এক্স হ্যান্ডেলে 'ইন্ডিয়া' নামই ব্যবহার করা হয়েছে। যার প্রেক্ষিতে কংগ্রেসও লিখেছে, 'জিতেগা ইন্ডিয়া।'