Prashant Kishor: নিজেকে পাকিস্তানের ইমরান খানের সঙ্গে তুলনা, ভোটে হেরে আজব বিশ্লেষণ PK-র

Prashant Kishor News: বিহার ভোটে ভরাডুবি। প্রায় চার দিন পর 'আত্মবিশ্লেষণ' করলেন প্রশান্ত কিশোর। আর সেখানেই যা বললেন, তাতে ভ্রু কোঁচকাচ্ছেন সকলে।

Advertisement
নিজেকে পাকিস্তানের ইমরান খানের সঙ্গে তুলনা, ভোটে হেরে আজব বিশ্লেষণ PK-র 'ইমরান খানও তো প্রথমবার হেরেছিলেন,' হার নিয়ে আজব বিশ্লেষণ PK-র।
হাইলাইটস
  • প্রায় চার দিন পর 'আত্মবিশ্লেষণ' করলেন প্রশান্ত কিশোর।
  • পাকিস্তান-ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক ভোট-ফলের তুলনা করলেন জনসুরাজ সুপ্রিমো। 
  • মঙ্গলবার পটনায় সাংবাদিক সম্মেলন করেন প্রশান্ত কিশোর।

Prashant Kishor News: বিহার ভোটে ভরাডুবি। প্রায় চার দিন পর 'আত্মবিশ্লেষণ' করলেন প্রশান্ত কিশোর। আর সেখানেই যা বললেন, তাতে ভ্রু কোঁচকাচ্ছেন সকলে। পাকিস্তান-ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক ভোট-ফলের তুলনা করলেন জনসুরাজ সুপ্রিমো। মঙ্গলবার পটনায় সাংবাদিক সম্মেলন করেন প্রশান্ত কিশোর। লজ্জাজনক হারের পর পিকে-র রাজনৈতিক ভবিষ্যত কী হবে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ইমরান খান আজ থেকে প্রায় ২৫-৩০ বছর আগে নিজের রাজনৈতিক দল তৈরি করেছিলেন। প্রথমবার ভোটে নিজে একাই ৭টি আসনে লড়েছিলেন। কিন্তু সাতটিতেই হেরেছিলেন। তাই প্রথম নির্বাচনে খারাপ ফল মানেই পরাজয় নয়।'  তাঁর দাবি, ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে।

নিন্দুকেরা বলছেন, একসময় এই প্রশান্ত কিশোরই বলেছিলেন যে, '১৪০টির কম আসন পেলে ব্যক্তিগত পরাজয় মেনে নেব'। হঠাৎ সুর পাল্টে গেল? পিকে যদিও বলছেন, 'আমরা আমাদের কথা ঠিকভাবে জনতার কাছে পৌঁছে দিতে পারিনি। জনগণ আমাদের বিশ্বাস করতে পারেনি। সেই দায় অবশ্যই আমার।' এনডিএ-কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'ওরা জিতেছে। তাই এখন ওদের উপরেই গুরুদায়িত্ব।'

এদিন আরও এক অভিনব ঘোষণা করলেন পিকে। আগামী ২০ নভেম্বর ভিতিহারওয়া আশ্রমে যাবেন বলে জানালেন। সেখানে এক দিনের ‘মৌন উপবাস’ পালন করবেন প্রশান্ত কিশোর। এর পিছনে উদ্দেশ্য একটাই, মৌনতার মধ্যে দিয়ে আত্মসমালোচনা ও প্রায়শ্চিত্ত করবেন। তাঁর কথায়, 'আমি হয়তো কোনও ভুল করে থাকতে পারি, কিন্তু অপরাধ করিনি। ভোটে না জেতাটা অপরাধ নয়। ধাক্কা খেয়েছি ঠিকই, কিন্তু পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।'

সব শেষে প্রশান্ত কিশোর বললেন, 'বিহার বদলানোই আমাদের লক্ষ্য। আর সেই লড়াই থেকে এত সহজে সরে আমার মানুষ আমি নই। আমরা ফের ভোটে দাঁড়াব।'

POST A COMMENT
Advertisement