ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। পরিস্থিতি আপাতত ঠিক আছে। আর তাই ঘুরতে যেতে আহ্বান জানাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দুর্যোগের পরে বহু পর্যটক আটকে পড়েছিলেন। প্রশাসনের তরফে অন্তত দেড় হাজার পর্যটককে বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। এখন ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে।
শিয়ালদা ডিভিশনের দুটি স্টেশনে নতুনভাবে প্ল্যাটফর্ম ভাগ করে, হকারমুক্ত পরিবেশ গড়ে তুলে ও আগেভাগে ঘোষণা ব্যবস্থা চালু করে যাত্রী চলাচল আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধাননগর রোড স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র আপ মেন লাইনের লোকালের জন্য নির্দিষ্ট থাকবে। শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, লালগোলা যাওয়ার সমস্ত ট্রেন ১ নম্বরেই আসবে। সমস্ত আপ লোকাল, যেগুলি বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনিতে যাবে, তা প্ল্যাটফর্ম নম্বর ২-এ আসবে। এ ছাড়া ২ নম্বর দিয়েই যাবে সমস্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন।
বিপর্যস্ত উত্তরবঙ্গে টানা চারদিন ধরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ফেরার কথা রয়েছে তাঁর। তবে তার আগে বুধবার ফের দার্জিলিংয়ের রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রশাসনিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেখানেই সিকিম নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলছেন, 'ধর্ষণের কোনও জাত বা ধর্ম নেই, এটি একটি জঘন্য অপরাধ। রাজ্যে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপি ধর্ষণের মতো ঘটনাগুলিকে জাত এবং ধর্মের সঙ্গে সংযুক্ত করছে।'
বালুরঘাট মহিলা কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে ফেল করা ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল। আর এই ঘটনায় গ্রেফতার হয়েছে পেশায় এক টোটো চালক।
দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দুর্গাপুরকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির জন্য সব জায়গা থেকে চাপ তৈরি করা হবে, সেই আশ্বাসও নির্যাতিতার পরিবারকে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
Malda Youth Suicide: পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে নিয়মিত অনলাইন গেমে টাকা লাগাতেন তিনি। প্রথমে মজার ছলে শুরু হলেও পরে সেটাই নেশায় পরিণত হয়। প্রতিদিনই হারাচ্ছিলেন টাকা। ফলে সংসারে অশান্তি বাড়ছিল। রোজগারের বড় অংশ চলে যাচ্ছিল ভার্চুয়াল গেমের পেছনে।
Tmc Bjp Tufanganj Clash: সোমবার দুপুরে তুফানগঞ্জ শহরের একাধিক জায়গায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কর্মীরা লাঠি-সোটা হাতে হামলা চালায় তাঁদের উপর। এমনকি বিজেপির ৯ নম্বর বিধানসভা কেন্দ্রের কো-কনভেনার নিখিল গাবুয়াকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়।
দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই এদিন নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজ্যপাল হাসপাতালে গিয়ে কথা বললেন নির্যাতিতার সঙ্গে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল।
অবশেষে সপ্তাহের শুরুতেই সুখবর। গোটা রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। সোমবার আলিপুর আবহাওয়া দফতর এই ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিম, ঝাড়খণ্ড, বিহার থেকেও বর্ষা বিদায় নিয়েছে। ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের একাংশ থেকেও বর্ষা এ দিন বিদায় নিয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল, আগামী দু-তিন দিনের মধ্যে সারা পূর্ব ভারতে বর্ষাকাল আর থাকবে না।
চার দিন সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ঠিকমতো ধস সরানো ও রাস্তা মজবুত করার কাজ করা যায়। যদিও এতে নিত্যযাত্রী ও পর্যটক, দু’পক্ষকেই প্রবল দুর্ভোগের মুখে পড়তে হবে বলেই মনে করছেন স্থানীয়রা।