শীতের আমেজ থাকলেও হাড়হিম করা ঠান্ডা আর নেই। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
Gold-Silver Rate: গত সপ্তাহে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মূল্যবান ধাতুর দামের এই পরিবর্তন কেবল ফিউচার ট্রেডিংয়েই নয়, দেশীয় বাজারেও দেখা গেছে। MCX-এ, সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৩,৪৮৯ টাকা এবং রুপোর দাম প্রতি কেজিতে ৪৬,৮৯৯ টাকা বেড়েছে।
প্রথমে তর্কাতর্কি শুরু হলেও, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, উত্তেজিত জনতা শুনানিকক্ষের ভেতরে ঢুকে মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই এবং কৃষি দপ্তরের কর্মী দিলীপ লাকড়ার উপর চড়াও হন।
Mathabhanga SIR Death News: পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপ ও আতঙ্কে ভুগছিলেন রহমান। তাঁদের দাবি, এসআইআর সংক্রান্ত ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার খবর ছড়াতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ে।
Man Hacked Ex Wife: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম শ্রীকান্ত রায়। ধূপগুড়ির রায়পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। কয়েক বছর আগে সোমা রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রথমদিকে সংসার স্বাভাবিক থাকলেও, সম্প্রতি দাম্পত্য কলহ চরমে পৌঁছয়। অভিযোগ, সোমা এলাকারই এক যুবক চিরঞ্জিতের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
সত্যরঞ্জন বারুই জানান, “আমি আগস্টে আবেদন করেছিলাম। সেপ্টেম্বর মাসে হিয়ারিং হয়। জানুয়ারিতে নাগরিকত্বের শংসাপত্র পেয়েছি। আরও অনেকেই CAA-তে আবেদন করেছেন। আমার বিশ্বাস, তাঁরাও ধীরে ধীরে নাগরিকত্ব পাবেন।”
Cooch Behar Firing Incident: গুলির শব্দ ও বৃদ্ধার চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের অন্য সদস্যদের। তাঁরা দেখেন, ঘরের টিনের বেড়া ফুটো করে গুলি ঢুকে মর্জিনা বিবির হাতে লেগেছে। পরিবারের দাবি, বাইরে থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। যদিও এটি লক্ষ্যভ্রষ্ট গুলি নাকি নির্দিষ্টভাবে তাঁকেই নিশানা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকালেই স্ত্রীর সঙ্গে ইটাহার হাইস্কুলে থাকা শুনানিকেন্দ্রে যাওয়ার কথা ছিল চান্দুর। কিন্তু সকালে তাঁকে বাড়িতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। পরে বাড়ির কাছেই একটি বাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের একাধিক অংশে গুরুতর দগ্ধ হওয়ার কারণে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।
Buxa Royal Bengal Tiger: বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সায় থাকা বর্তমান বাঘটির ছবি বিশ্লেষণের জন্য দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানকার বাঘ বিশেষজ্ঞরা ছবিগুলি খতিয়ে দেখে জানিয়েছেন, এই বাঘটি ২০২১ ও ২০২৩ সালে বক্সায় দেখা যাওয়া বাঘগুলির তুলনায় আকারে অনেকটাই বড়।
মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। ৪৯বার ঘণ্টা বাজিয়ে উদ্বোধন হল বইমেলার। প্রতি বইমেলাতেই নিজের লেখা বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবারও সেই নিয়মের অন্যথা হল না। এবারের বই মেলায় ৯টি বই প্রকাশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মেলার উদ্বোধন মঞ্চ থেকে বইতীর্থ তৈরির জন্য ১০ কোটি টাকারও অনুমোদন করেন বাংলার মুখ্যমন্ত্রী।