রাতে বাড়ি ফেরার পথে মোটরবাইকে ছিলেন বাপন ও পীযূষ। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি পিকআপ ভ্যান। আচমকা মুখোমুখি ধাক্কা লাগে দুই গাড়ির। মুহূর্তের মধ্যে বাইক ছিটকে পড়ে যায়, রাস্তায় লুটিয়ে পড়েন দুই আরোহী। গুরুতর জখম হন দু’জনেই।
এদিকে শীতের আরেক আকর্ষণ এখন চোখধাঁধানো ডুয়ার্স। বিশেষ করে গরুমারা জঙ্গল লাগোয়া রামসাই–মেদলা এলাকা নতুন করে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বনদফতরের সচেতনমূলক প্রচারে এই অঞ্চলকে ঘিরে বাড়ছে পর্যটকের ভিড়।
Abhishke Banerjee Shantanu Thakur: শুক্রবার ঠাকুরনগরে ঠাকুরবাড়ি ও বড়মাকে শ্রদ্ধা জানাতে যান অভিষেক। তিনি বলেন, “এই মন্দিরে আসা আমার অধিকার।” ২০২৩ সালে ঠাকুরবাড়িতে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গও টানেন। জানিয়ে দেন, মানুষ সেই ঘটনার জবাব দিয়েছে পঞ্চায়েতে।
Land Grabbing Racket: বৃহস্পতিবার ফাতেমা বেওয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “অভিযুক্তদের সঙ্গে আমার কোনও রক্তের সম্পর্ক নেই। আমার সম্পত্তি দখলের জন্য সবটাই পরিকল্পনা।” অন্যদিকে আলতাফ অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ভুল নথি তৈরি হতে পারে।”
নির্বাচন যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। যেমন বৃহস্পতিবারই আইপ্যাকের দপ্তর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা।
Excessive Electricity Bill Case: বৃদ্ধ বিশান হেমরম ও তাঁর স্ত্রী সীতা বাস্কে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল। অথচ তাঁদের দাবি, এর আগে একাধিকবার বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিল তুলতে পারেননি। বলা হয়েছিল মিটারে সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না।
Malda Bangladeshi Girls Arrested: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর-কোয়েম্বাটুর সুপারফাস্ট এক্সপ্রেসে তল্লাশি চালায় আরপিএফ। সেখানে জানতে পারে, শিলচর থেকে দুই বাংলাদেশি তরুণীকে নিয়ে এক যুবক ব্যাঙ্গালোরমুখী। এরপর মালদা টাউনে ট্রেন থামতেই তিনজনকেই নামিয়ে আটক করা হয়।
Jaldapara Rhino Attack: বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে বুনো গন্ডার ঢুকে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গন্ডারটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়।
আহতদের অভিযোগ, বিজেপি করার অপরাধেই তাঁদের উপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী ও বিএলএ-টু (BLA-2) কাউসার আলি মোল্লা।
নির্বাচন-সংক্রান্ত রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে অভিযান চালায়। ইডির অভিযানে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং তারপরে সল্টলেকে আইপ্যাক অফিসে যান।
শীতের দাপটে কাঁপছে বাংলা। গত দুদিন কলকাতার তাপমাত্রা থেকেছে ১০ ডিগ্রির ঘরে। ভোর থেকেই হাড় কাঁপাচ্ছে ঠান্ডা। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গায় রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচেই রয়েছে। কতদিন এমন ভাবে ঠান্ডায় জবুথবু হয়ে থাকতে হবে রাজ্যবাসীকে? কেমন থাকবে সপ্তাহান্তে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।