নদিয়ায় রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। গভীর রাতে প্রায় ৬০-৭০টি দেব-দেবীর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে শান্তিপুর থানা এলাকার সর্বা নন্দী পাড়ায় একটি লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর ওয়ার্কশপে এই তাণ্ডব চালানো হয়।
প্রবল শীতে কাঁপছেন গোটা দক্ষিণবঙ্গবাসী। জুবুথুবু অবস্থা জেলায় জেলায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের আশঙ্কা, আরও কমতে পারে একাধিক জেলার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হাড়কাঁপানো ঠান্ডা আগামী দিনে পড়তে পারে। ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
গত ২ জানুয়ারি থেকে রাজ্যের প্রান্তে প্রান্তে সভা শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাসভর ঘুরবেন রাজ্য জুড়ে, এমনটাই কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। ৬ জানুয়ারি তাঁর সভা করার কথা বীরভূমের রামপুরহাটে। তারপরেই দেখা করার কথা সোনালি বিবি এবং তাঁর নবজাতকের সঙ্গে। সেইমতো রামপুরহাটে মাঠের সভাস্থলে হাজির কর্মী-সমর্থকেরা। প্রস্তুত ছিল জেলা পুলিশ ও প্রশাসন। কিন্তু, প্রথম প্রয়োজনীয় অনুমতি না মেলায় বীরভূমের রামপুরহাটের উদ্দেশে উড়তে দেরি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের।
বসতে চলেছে গঙ্গাসাগর মেলা। বাংলার পাশাপাশি ভিন্রাজ্য থেকেও লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে এই মেলায়। পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগর হয়ে ওঠে পুণ্যস্নান ও সাধুসন্তের মহামিলনক্ষেত্র।
দক্ষিণবঙ্গ জুড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকে রাত, ঠান্ডা হাওয়ার সঙ্গে ফের ফিরে এসেছে জাঁকিয়ে শীত। এরমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস, ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়বে। আরও খানিকটা নামবে তাপমাত্রা। উত্তরে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
South Dinajpur Land Grab Case: লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। তপন থানার আইসি জনমারি ভিনি লেপচা জানান, “ঘটনার তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্য়াস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেতু তৈরি হয়ে গেলে গঙ্গাসাগর যেতে আর নদীপথে ভাসতে হবে না পুণ্যার্থীদের। সোজাসুজি সড়কপথেই পৌঁছে যাওয়া যাবে সাগর দ্বীপ তথা কপিল মুনির আশ্রমে।
সোমবার মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, কাকদ্বীপের আট নম্বর লট থেকে কচুবেড়িয়াকে যুক্ত করবে গঙ্গাসাগর সেতু। নয়া সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুবিধা হবে।
Rock Garden Close: শরৎ-শীতের মরসুমে দার্জিলিং গেলে রক গার্ডেন না দেখে হয় না। পাহাড়, সবুজের ঢাল, নীচে নেমে আসা জলপ্রপাত আর দূরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে ছোট্ট স্বর্গরাজ্য। কিন্তু আপাতত সেই সৌন্দর্য উপভোগ থেকে কয়েক দিন বিরতি নিতে হবে পর্যটকদের।
কথায় রয়েছে 'সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার'। এর কারণ অবশ্যই সাগর দ্বীপে যাওয়ার যাত্রাপথ। প্রাচীনকালে তো বটেই, আজও গঙ্গাসাগর যাওয়া যথেষ্ট ঝকমারি। কলকাতা শহর থেকে ট্রেনে করে কাকদ্বীপ স্টেশনে নেমে ভেসেল ধরে পৌঁছতে হয় গঙ্গাসাগরে।
সরকারি নথি অনুযায়ী আজ অর্থাৎ ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সোশাল মিডিয়ায় মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী।