স্কুল সূত্রে খবর, টাকা চুরির ঘটনাটি বুধবার ঘটেছিল। তল্লাশি চালিয়ে অবশ্য পড়ুয়াদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। এর পর বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়াদের বাবা-মায়েরা।
Snowfall At Sandakphu: সাদা তুষারের গুঁড়োয় ছেয়ে গিয়েছে বাড়ির মাথায় ছাউনি থেকে শুরু করে গাছের পাতা এবং রাস্তাঘাট ৷ পর্যটকদের জন্য খুশির খবর! বৃহস্পতিবার ২১ নভেম্বর এই অসময়েই তুষারপাত শুরু হল সান্দাকফুতে ৷ মরশুমের প্রথম এই অপ্রত্যাশিত তুষারপাত সেখানে থাকা পর্যটকদের কাছে বাড়তি পাওনা ৷
নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘প্রাথমিকভাবে কোচবিহার-আলিপুরদুয়ার রুটে সোমবার থেকে এই পরিষেবা চালু হল। কোচবিহার-আলিপুরদুয়ারের পাশাপাশি আগামীতে কোচবিহার-দিনহাটা এবং জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটেও এই লেডিজ স্পেশাল বাস চালানো আমাদের লক্ষ্য।’
Sandakphu Tourist Died: দার্জিলিং সদরের মহকুমাশাসক রিচার্ড লেপচা সংবাদমাধ্যমকে জানান, "সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ প্রশাসনের তরফে জিটিএ'র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য একটি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে তা লাগু করা হবে।"
Alipurduar Minor Girl Molestation: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওই ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিল ওই ছাত্রী। এক দুষ্কৃতী তাকে জঙ্গলে টেনে নিয়ে শারীরিকভাবে নিগ্রহ ও যৌন হেনস্থা করে। ছাত্রীটি মোবাইল দিয়ে ওই দুষ্কৃতীর ছবি তুলতে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
Balurghat Municipality Fake Check Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন, মহম্মদ ইশাক খান ও ওয়াসিম আক্রাম। বালুরঘাট পুরসভার জাল চেকে সই ছিল মহম্মদ ইশাক খানের। সেই চেক জাল করে পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা তুলেছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
3 Arrested In Tab Scam From Siliguri: সোমবার সকালে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি। দিবাকর স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষকে বলে জানা গিয়েছে।
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত। একদা বাংলার অক্সফোর্ড এখন দুষ্কৃতীদের চারণভূমি। এই অভিযোগ দীর্ঘদিনের। রোজই গ্যাংওয়ার দেখে অভ্যস্থ এলাকার মানুষ। একটা সময় এই এলাকা ছিল জুটমিলের জন্য বিখ্যাত। সেই সময় জুটমিলের রাজনীতি নিয়ে উত্তপ্ত ছিল জগদ্দল, কাঁকিনাড়া। আর এখন ইস্যু এলাকা দখল। এই এলাকা দখলের লড়াইতেই কার্যত প্রাণ গিয়েছে তৃণমূল নেতা অশোক সাউয়ের। এমনটাই দাবি করেছেন তদন্তকারীরা। এরপরেও এই ঘটনায় উঠে এসেছে বেশ কিছু তথ্য। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার হল মূল অভিযুক্ত সুজলকে।
জানা গিয়েছে রবিবার বিকেলে বন্ধু-বান্ধবের সঙ্গে খড়গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আঠারো বছরের এক কিশোর ভি সাই মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীতে স্নান করতে এসেছিল। সেখানে স্নান করতে এসে জলে তলিয়ে যায় সে। কোনওভাবে স্থানীয়রা তাঁকে চেষ্টা করে উদ্ধার করে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে এমারজেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতার প্রতিটি বইমেলায় স্থান পেয়েছে বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি। তবে, ২৮ বছর পর সম্ভবত এই প্রথমবারের মতো কলকাতা বইমেলা থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম। এই সিদ্ধান্তে বইপ্রেমীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে।
তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এই মনোরম আবহাওয়া থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ছে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।