Mamata Banaerjee Coochbehar Visit: সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন কোচবিহার রবীন্দ্রভবনে। সেই বৈঠক শেষে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন বলেই জানা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, রাতেই জেলা নেতৃত্বের সঙ্গে দলীয় স্তরে একটি ছোট বৈঠক করার সম্ভাবনা রয়েছে।
ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং শিশুদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছে, হাতে বোমা ধরিয়ে দিয়েছে। তার ফলে অপরাধ বেড়েছে ব্যারাকপুরে। রবিবার এই ভাষাতেই অর্জুন সিংকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
রীতিমতো তাণ্ডব। প্রথমে রেস্তোরাঁয় ঢুকে উত্তেজিত অবস্থায় চিৎকার শুরু করেন তরুণী। কর্মীরা তাঁকে বাইরে বের করার পর ক্ষোভ আরও বাড়ে। রাস্তায় পড়ে থাকা পাথর তুলেই তিনি সোজা রেস্তোরাঁর কাচে ছুড়ে মারেন। কাচ ভেঙে খানখান। এরপর রাগ ঝড়ে পড়ে পাশের পার্ক করা গাড়িগুলোর ওপর। একের পর এক ঢিল, সামনের, পিছনের কাচ ভেঙে গুঁড়ো করে ফেলেন।
ব্রিগেডে গীতাপাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসেন শহর কলকাতায়। দুপুর ২ টো পর্যন্ত ব্রিগেডে গীতাপাঠ চলে।
Gold-Silver Price: গত এক সপ্তাহ ধরে, ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৩৩০ টাকা বেড়েছে, যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রায় ৩০০ টাকা বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে, সোনার দাম প্রতি আউন্স ৪,২২৩.৭৬ ডলারে লেনদেন হতে দেখা গেছে।
ব্রিগেডে তিনটি মঞ্চ গড়ে তোলা হয়েছে। মূল মঞ্চে প্রায় দেড়শো জন সাধুসন্ত উপস্থিত। বাকি মঞ্চগুলিতে অন্যান্য সাধু সন্তরা আছেন। নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, ,এবছর গীতার ৫হাজার ১২৬তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রবেশের জন্য ২৫টি প্রবেশ পথ রয়েছে এবং এবছর প্রবেশ অবাধ, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোন নাম নথিভুক্তকরনের প্রয়োজন নেই।
রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের দাপট। কলকাতার পারদ নেমে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে । আগামী কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পারদ। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
Darjeeling Bus Problem: পাহাড়ি এলাকায় যানজট এড়াতে বড় গাড়ির জন্য স্পেশাল পারমিট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। সেই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সরাসরি জেলার বাস ব্যবসায়ীদের উপর। তাঁদের অভিযোগ, বছরের এই সময়টাতেই সামান্য বাড়তি রোজগার হয়। এবার সেই পথ কার্যত রুদ্ধ।
বৃহস্পতিবার প্রথমে মুচিকাটার ডুংরিডি পাড়ায় বৈঠক বসায় প্রশাসন। উপস্থিত ছিলেন রানিবাঁধের বিডিও অনীশা যশ, খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, রানিবাঁধ থানার আইসি রজত চৌধুরী এবং বারিকুল থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৫ জুন। আচমকাই ১১ জন বাংলাদেশি কোতোয়ালি থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পুলিশকে জানান, তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত দশ বছর ধরে নানা রাজ্যে শ্রমিকের কাজ করেছেন।