NJP Train Cancelled: প্ল্যাটফর্মে শেড নির্মাণ এবং বৈদ্যুতিক সংযোগ কাজের জন্য বহু ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। আংশিক বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনেক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
Gopal Seth Shantanu Thakur: গোপাল শেঠের অভিযোগ, "CAA শিবির করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার ফাঁদ পাতা হয়েছে। তাঁর আরও দাবি, রাজ্য কিংবা কেন্দ্র, কোনও সরকারই তো বলেনি এইভাবে CAA শিবির করার কথা। ওঁকে কে দায়িত্ব দিল এইভাবে শিবির করার?"
Train ধরবে বলে টিকিট কাটার জন্য যাত্রীরা লাইনে ঠায় দাঁড়িয়ে। ওদিকে, কাউন্টারে টিকিট না কেটে ফোনে বিন্দাস কথা বলে যাচ্ছেন টিকিট ক্লার্ক। চেয়ারে বসে নিজের মত হেলেদুলে গায়ে হাওয়া লাগিয়ে নিজের জগতে রয়েছেন তিনি। তিনি যে একজন সরকারি কর্মচারি তা দেখে মনেই হচ্ছে না। ওদিকে টিকিট কাটার চক্করে একের পর এক ট্রেন ফেল হচ্ছে যাত্রীদের। তাতে টিকিট ক্লার্কের কিচ্ছু এসে যায় না। তাঁরা চিৎকার করে বলছে, কিন্তু সেই কথা তাঁর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই গোটা ঘটনার Video Social Media য় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে Viral হয়ে পরে।
ভয়ানক চুরির ঘটনার ভিডিও প্রকাশ্যে। একটি চোরের দল কয়েক লক্ষ টাকার নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালায়। অবসরপ্রাপ্ত বিচারপতির ঘরে চুরি হয়। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে অবসরপ্রাপ্ত বিচারপতি রমেশ গর্গের বাড়িতে মুখোশধারী, সশস্ত্র চোরের একটি দল যায়। তারপর কয়েক লক্ষ টাকার নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে সবটাই ঘরা পড়েছে। প্রায় 20 মিনিট ধরে তারা এই কাজ করে। সেই ভিডিও টা দেখাই আপনাদের।
Complaint Against Arijit Singh: দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। ফের শিরোনামে শিল্পী। তবে এবার কোনও গান বা কনসার্ট নয়। গায়কের বিরুদ্ধে উঠল অভিযোগ।
North Bengal Disaster: প্রবল বর্ষণে জলস্তর বেড়েছে উত্তরের নদীগুলিতে। এদিকে পাহাড়ে ধস অব্যাহত। নতুন করে ধস নেমেথছে বৃহস্পতিবারও। আর এই কারণেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
স্কুলের Table র ওপর হাফ প্যান্ট আর টিশার্ট পরে বহাল তবিয়তে পা তুলে বসে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। দেখে মনে হচ্ছে পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষকের কী অবস্থা একবার ভাবুন। দেখে কেউ বলবে যে তিনি কোনও স্কুলের প্রধান শিক্ষক। সুস্থ্য মানুষ হলে হয়তো এমনটা করতেন না। গলা অব্দি গিলে এই অবস্থায় প্রায় দিনই স্কুলে আসেন। আর টেবিলে পা তুলে ক্লাস না করিয়ে এইভাবে বনাকি টাইম পাস করেন। এই ঘটনা সামনে আসতেই রেগে লাল অভিভাবকরা। তাঁরা সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। কেউ ওই শিক্ষককে স্কুলে চান না। এক ঝলকে দেখুন সেই প্রধান শিক্ষকের দেমাগ।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, এদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরমধ্যেই শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
Tollywood Movie: বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর হত্যাকাণ্ডের একবছর পূর্তিতে ডাকা নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ অগাস্টের ওই অভিযানে মিছিল থেকে একাধিক স্থানে পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়া ও আক্রমণ করা হয়। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হন। প্রতিবাদ মিছিলের সময়ে ভাঙচুর, মারধর এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় বিজেপির ছয় নেতাকে নিউ মার্কেট এবং হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে।
দক্ষিণবঙ্গে দুর্যোগের ঝোড়ো ব্যাটিংয়ের পর এখন বৃষ্টি কমেছে। তবে আজ ফের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। যার প্রভাব পড়তে চলেছে বাংলার ওপর। ইতিমধ্যেই বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছেআবহাওয়া দফতরের তরফে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।