পর্যটন ব্যবসায়ীদের মতে, এই ভাড়ার ফারাকের মূল কারণ মরশুমি চাহিদা। পর্যটনের ভরা মরশুমে পাহাড় ও ডুয়ার্সমুখী যাত্রীর বড় অংশ একই সময়ে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে রওনা দেন। ফলে এনজেপি ও শিলিগুড়িমুখী টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায়। তার সরাসরি প্রভাব পড়ে ভাড়ায়।
Gold-Silver Rate: গত এক সপ্তাহে সোনা-রুপোর দামের পরিবর্তনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে দেশীয় বাজারে সোনার দাম কমেছে, অন্যদিকে রুপোর দামে বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ চলে এল, সামনেই বডদিন, কিন্তু কনকনে শীতের দেখা নেই। জাঁকিয়ে শীত কবে পড়বে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। । শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে রবিবার পারদ কিছুটা কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। নতুন সপ্তাহে পারদ কি আরও নামবে? কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি নেপালি গাড়ির গতিবিধির উপর নজর রাখছিলেন বনকর্মীরা। শনিবার সেই গাড়িটিকে ধাওয়া করে বাগডোগরা বিহার মোড়ের উড়ালপুলে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালাতেই একটি সন্দেহজনক ব্যাগ নজরে আসে।
ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
রাতের অন্ধকারে পরপর মন্দিরে চুরির অভিযোগ ঘিরে শোরগোল এই এলাকায়। প্রণামী বাক্স ভেঙে টাকা-পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের ছবিও ধরা পড়েছে।
Double Dead body Found: পুলিশ জানিয়েছে, দু’জনেই ওই বাড়িতে মাত্র দু’দিন আগে ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। ঘরের ভিতরে দু’জনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সঞ্জীব ও অনুপ পরস্পরের পরিচিত ছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু হতে পারেন। তবে কেন তাঁরা মালবাজারে গিয়ে একসঙ্গে ঘর ভাড়া নিলেন এবং কেন এই অস্বাভাবিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।
Loan Recovery Agent Missing: পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ অসিতের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।
রেললাইনের উপর দিয়ে ছুটে চলেছে গাড়ি। আর তা দেখা মাত্রই হুলস্থূল কাণ্ড। রেললাইনের উপর দিয়ে গাড়ি চালিয়ে রীতিমতো সাড়া ফেললেন এক বৃদ্ধ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক ঝলকে দেুন সেই ভিডিও।
Mathabhanga Accident Death: সেই সময় বিপরীত দিক থেকে আসছিল আর একটি ট্রাক। অশোকবাড়ি বাসস্টপেজের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মাথাভাঙ্গার দিক থেকে আসা ট্রাকের চালক-সহ দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিন সন্ধ্যায় মেয়ে প্রতিকা কুজুরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা পুনম কুজুর। সেই সময় বারান্দায় একাই ছিল প্রতিকা। বিছানা তৈরি করে বাইরে বেরিয়েই মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।