Bihar Election Prashant Kishor: PK-র টিকে থাকার লড়াই, ডেবিউতে শূন্য, স্ট্র্যাটেজিস্ট থেকে নেতা, এবার ভবিষ্যত্‍ কী?

বিহারে NDA ঝড়। নীতিশ, তেজস্বী দ্বৈরথের মাঝে অনেকটাই যেন আবছা প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ (JSP)। বিহার নির্বাচনে একটিও আসনেও খাতা খুলতে পারেনি JSP। ২৩৮টি আসনে লড়েও JSP-র এই ফল।

Advertisement
PK-র টিকে থাকার লড়াই, ডেবিউতে শূন্য, স্ট্র্যাটেজিস্ট থেকে নেতা, এবার ভবিষ্যত্‍ কী?বিহারে JSP-র এই ফলের পর প্রশান্ত কিশোরের ভবিষ্যত কী?
হাইলাইটস
  • নীতিশ, তেজস্বী দ্বৈরথের মাঝে অনেকটাই যেন আবছা প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ (JSP)।
  • বিহার নির্বাচনে একটিও আসনেও খাতা খুলতে পারেনি JSP।
  • বিহার ভোটে এই ফলাফলের পর প্রশান্ত কিশোরের ভবিষ্যত কী?

বিহারে NDA ঝড়। নীতিশ, তেজস্বী দ্বৈরথের মাঝে অনেকটাই যেন আবছা প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ (JSP)। বিহার নির্বাচনে একটিও আসনেও খাতা খুলতে পারেনি JSP। ২৩৮টি আসনে লড়েও JSP-র এই ফল। তবে প্রশান্ত কিশোর নিজেও অবশ্য এই ভবিষ্যদ্বাণীই করেছিলেন। কিন্তু বিহার ভোটে এই ফলাফলের পর প্রশান্ত কিশোরের ভবিষ্যত কী?

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ইন্ডিয়া টুডেকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন, 'আমদের হয় দশের কম, নয় তো দেড়শোর বেশি আসন হবে। যদি মানুষ একটু ভরসা করেন, তাহলেই সব হিসাব ওলটপালট হয়ে যাবে। আর যদি তা না করেন, তাহলে দশটাও আসন জুটবে না।'

শেষপর্যন্ত তাই হল। দশ তো দূর, একটিও আসন পেল না JSP। ভোট গণনার শুরুতে চারটি আসনে অল্প এগিয়ে থাকলেও কয়েক রাউন্ডের মধ্যেই তা উধাও হয়ে যায়।  

প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ
এই শূন্যের পর প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যত কী? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিহারে রাজনৈতিক দল হিসাবে পরিচিতি তৈরি করাটাই প্রশান্ত কিশোরের প্রাথমিক লক্ষ্য ছিল। আর তাতে অন্তত সফল হয়েছে JSP। তবে এর পর NDA-র বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করাটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আপাতত প্রশান্ত কিশোরের সামনে তিনটি বড় পথ খোলা আছে।

১) গ্রাউন্ডে নেমে গোড়া থেকে সংগঠনের ভিত মজবুত করা।

২) রাজনৈতিক পরামর্শদাতার রোলেই ফিরে যাওয়া।

৩) JSP-র স্ট্র্যাটেজি চেঞ্জ করা। 

সত্যি বলতে, বিহারের রাজনৈতিক মানচিত্রে JSP কোনও প্রভাবই ফেলতে পারেনি। এনডিএ-র জয়ে বিজেপি-জেডিইউ জোটের আধিপত্য আরও মজবুত হল। ফলে সেরাজ্যে তৃতীয় শক্তি হিসাবে জায়গা করাটা প্রশান্ত কিশোরের পক্ষে মোটেও সহজ হবে না।

POST A COMMENT
Advertisement