scorecardresearch
 
Advertisement
রাজ্য

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে ফের আবহাওয়ার উলটপুরাণ, কী বলছে পূর্বাভাস?

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 1/10

 

উত্তরবঙ্গে গত দুদিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তা খুব একটা কার্যতৃকর হয়নি। বৃষ্টি খানিকটা হয়েছে বটে তবে তা ভাসভাসির পর্যায়ে মোটেও যায়নি।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 2/10

উত্তরবঙ্গের বাসিন্দারা মনে করছিলেন হয়তো মঙ্গলবার কিংবা বুধবার তুমুল বৃষ্টি হতেও পারে। কিন্তু সোমবারের নতুন পূর্বাভাসে তাঁরা মুষড়ে পড়েছেন।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 3/10

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির নতুন করে আর কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। বৃষ্টি হতেও পারে, তবে তা ছিঁটেফোঁটা বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 4/10

ভারী বৃষ্টির পূর্বাভাসের পরও বৃষ্টি হয়নি। অন্যদিকে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসে কতটা বৃষ্টি হবে তা নিয়ে সন্দিহান উত্তরবঙ্গবাসী।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 5/10

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কী? সোমবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/10

তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক  বেশি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/10

আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/10

তার মধ্যেই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূ্র্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 9/10

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত সেখানে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই।

 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 10/10

তবে পাহাড়ে সতর্কতা জারি রাখা হয়েছে। মাঝারি বৃষ্টিতেও ধস নামার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। যা অস্বস্তি বাড়াবে।

Advertisement