scorecardresearch
 
Advertisement
রাজ্য

এই বাজারে ২ টাকার চপ! রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে

রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে
  • 1/6

মাত্র ২ টাকার বিনিময়ে দরিদ্রতার বেড়াজালে,বিনা সাহায্য আজও চপ বিক্রি করে চলেছেন নদীয়া জেলার রানাঘাটের ৭৫ বছরের সুশীল কুন্ডু।
 

রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে
  • 2/6

বর্তমানে দুর্মূল্যের বাজারেও ৫০ পয়সা থেকে শুরু করে সবার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছেন ২ টাকার চপ। 
 

রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে
  • 3/6

তাঁর তিন ছেলে, যে যার মতন সংসার পেতেছেন। এমনকি সাহায্য মেলেনি সরকারের কাছ থেকেও। 

Advertisement
রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে
  • 4/6

শুধু মনের জোরে নিজের সংসার চালান তিনি। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত চপের ভাড়া দোকানেই থাকেন তিনি। সুশীল বাবুর স্ত্রীয়ের পা ভেঙে যাওয়ায়,তিনিও কোনও সাহায্য করতে পারেন না।

রানাঘাটের ৭৫-এর বৃদ্ধের লড়াই মুগ্ধ করে
  • 5/6

তাঁর কথায়,"দরিদ্রতার জ্বালা জানি। আমার চপের স্বাদ যাতে দরিদ্র, মধ্যবিত্ত, বড়লোক সবাই  নিতে পারেন, তাই এই দাম রেখেছি। কোনও গরীব মানুষ অন্ততঃ চপ মুড়ি খেয়ে একটু খিদে নিবারণ করতে পারলে,এটাই আমার বড় পাওয়া ।টাকা তো সঙ্গে যাবেনা ভাইয়া।"

প্রতীকী ছবি
  • 6/6

সুশীল কুন্ডুর চপের স্বাদ নিতে শুধু রানাঘাট নয়, তার আশেপাশের এলাকা থেকেও লোক আসেন। শীত পড়তেই তার চপের চাহিদা আরও বাড়বে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।  

Advertisement