scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Disaster: পাহাড়ে শীত, সমতলে টানা বৃষ্টি, ফুঁসছে তিস্তা, উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ

উত্তরের আবহাওয়া
  • 1/10

North Bengal Weather Disaster: উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত অব্য়াহত। উল্টোরথের দিন থেকে টানা বৃষ্টি চলছিল। তাপমাত্রা গড়ে ২৫ ডিগ্রির আশপাশে ঘুরছে় উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া ৩-৪ টি জেলাতে। পাহাড়ে এই গড় তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকছে। তবে টানা বৃষ্টিতে শীতল হয়েছে পরিবেশ, যাতে এটি আরও কম বলে মনে হচ্ছে। দিনে তবু ফ্যান চলছে, রাত বাড়তেই ফ্যান বন্ধ, গায়ে উঠছে চাদর। ফলে ঠিক শীত না হলেও ঠান্ডা অনুভূতি। খুশি উত্তরবাসী।

উত্তরের আবহাওয়া
  • 2/10

৩ জেলায় কমলা সতর্কতা

রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত। তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েক জেলাতেও ব্যাপক বৃষ্টিপাত হবে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। 

উত্তরের আবহাওয়া
  • 3/10

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement
উত্তরের আবহাওয়া
  • 4/10

পাহাড়ে ধস, তিস্তায় হলুদ সতর্কতা

প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় কমে যেতে পারে দৃশ্যমানতা।

উত্তরের আবহাওয়া
  • 5/10

প্লাবিত হতে পারে উত্তরবঙ্গের নীচু এলাকা। তিস্তার দোমহনি ও মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ বিপদ সংকেত জারি তিস্তায়, বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা।

উত্তরের আবহাওয়া
  • 6/10

২৮ শে জুন থেকে ২ রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির  সর্তকতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় রয়েছে অল্প থেকে ভারী বৃষ্টির  সতর্কতা ।

উত্তরের আবহাওয়া
  • 7/10

কোথায় কত বৃষ্টি, কোন কোন নদীতে বিপদ?

বৃহস্পতিবার রাত থেকে  একনাগাড়ে চলছে জেলা জুড়ে  ভারী বৃষ্টি, সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত চব্বিশ ঘণ্টায় এদিন সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ,৭১.২০, মাথাভাঙ্গা ৩২.৬০, শিলিগুড়ি ২৭.৬০এবং মালবাজার ৩০.০২ মিলিমিটার।

Advertisement
উত্তরের আবহাওয়া
  • 8/10

উত্তরের  তিস্তা ,জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ননদীতে ক্রমশ বাড়ছে জলস্তর। মেখলিগঞ্জ এবং দোমোহনিতে এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু'পারের অসুরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। 

উত্তরের আবহাওয়া
  • 9/10

অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনও মুহূর্তে এই নদীগুলোর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিন জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ লাগাতার বৃষ্টি। শহরের অনেক জায়গায় জল জমে যাওয়ায় দুর্ভোগ যাত্রীদের।

উত্তরের আবহাওয়া
  • 10/10

শুক্রবার কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল?

দার্জিলিং (১৫.৮), কালিম্পং (১৯.৩), মালদা (২৬.১), শিলিগুড়ি (২৬.৬)

Advertisement