রাজ্যে ঝড়বৃষ্টি চলবে। তবে তার দাপট আগের থেকে কমবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় দুর্যোগের পূর্বাভাস।
রবি ও সোমবার দক্ষিণের কয়েকটি জেলায় হালকা ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে।