scorecardresearch
 
Advertisement
রাজ্য

Bengal Heavy Rain Alert: ভারী বর্ষণের সতর্কতা ৯ জেলায়, ঝোড়ো হাওয়া-শিলাবৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast
  • 1/10

শুক্রবারের সকাল থেকে আকাশে রোদের দাপট নেই। বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই। বৃহস্পতিবারের মতো শুক্রবারও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 

West Bengal Weather Forecast
  • 2/10

আলিপুর আবহাওয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির হয়েছে। সেই সঙ্গে কয়েক জায়গায় হয়েছে শিলাবৃষ্টিও। বেশ কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে সতর্কতাও। 

West Bengal Weather Forecast
  • 3/10

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের মতো শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুক্রবার বৃষ্টি হতে পারে।

Advertisement
West Bengal Weather Forecast
  • 4/10

আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে সতর্ক জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

West Bengal Weather Forecast
  • 5/10

পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। 

West Bengal Weather Forecast
  • 6/10

শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকে বৃষ্টি কমবে।

West Bengal Weather Forecast
  • 7/10

তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। সোমবার থেকে বাড়তে পারে গরম। তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Advertisement
West Bengal Weather Forecast
  • 8/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুই-এক জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা রয়েছে। 

West Bengal Weather Forecast
  • 9/10

উত্তরবঙ্গের সব জায়গাতেই ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Forecast
  • 10/10

পাহাড়ি জেলাগুলিতে আরও দু-তিন দিন বৃষ্টির প্রভাব থাকবে।

Advertisement