'বাচ্চাদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছেন', অর্জুনকে আক্রমণ রাজ চক্রবর্তীর

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং শিশুদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছে, হাতে বোমা ধরিয়ে দিয়েছে। তার ফলে অপরাধ বেড়েছে ব্যারাকপুরে। রবিবার এই ভাষাতেই অর্জুন সিংকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।

Advertisement
'বাচ্চাদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছেন', অর্জুনকে আক্রমণ রাজ চক্রবর্তীররাজ চক্রবর্তী
হাইলাইটস
  • রবিবার এই ভাষাতেই অর্জুন সিংকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
  • টিটাগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীঘাট সংলগ্ন চৌধুরী পাড়া এলাকার একটি মাঠ সংস্কারের কাজ করা হচ্ছে।
  • রাজ চক্রবর্তী এর সঙ্গে বলেন, "ব্যারাকপুর, টিটাগড় নিয়ে মানুষের যে ধারণা সে ধারণা বদলে দিতে চাই।

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং শিশুদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছে, হাতে বোমা ধরিয়ে দিয়েছে। তার ফলে অপরাধ বেড়েছে ব্যারাকপুরে। রবিবার এই ভাষাতেই অর্জুন সিংকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।

জানা গিয়েছে, টিটাগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীঘাট সংলগ্ন চৌধুরী পাড়া এলাকার একটি মাঠ সংস্কারের কাজ করা হচ্ছে। বিধায়ক তহবিলের ২১ লক্ষ টাকা ব্যয়ে ছোটদের খেলার সরঞ্জাম বড়দের বসার ব্যবস্থা করার করা হচ্ছে। কিন্তু, এরইমধ্যে টুইট করে অর্জুন সিং দাবি করেন, বস্ত্র মন্ত্রকের ওই মাঠ জবরদখল করছে তৃণমূল কংগ্রেস। তা নিয়েই জবাব দেন রাজ চক্রবর্তী।

তৃণমূল বিধায়ক বলেন, "ওনারই এই মাঠটি সংস্কারের দায়িত্ব ছিল। এখানকার মানুষদের নিয়ে ভাবা উচিত ছিল। কিন্তু তিনি সেটি করেননি। উল্টে আলো বন্ধ করে রেখেছেন, লাইট জ্বালাতে দেননি। সেখানকার বাচ্চাদের কোমরে বন্দুক গুঁজে দিয়েছেন, হাতে বোমা তুলে দিয়েছেন। ওনার ব্যাপারে সব সময় কথা বলবো না। আমরা কি এখানে জবরদখল করছি নিজেদের বাড়ি বানানোর জন্য?"

রাজ চক্রবর্তী এর সঙ্গে বলেন, "ব্যারাকপুর, টিটাগড় নিয়ে মানুষের যে ধারণা সে ধারণা বদলে দিতে চাই। মানুষ যদি ন্যূনতম অপরাধ করার চেষ্টা করে এবং সেটাও যাতে না করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। সেই লক্ষ্যে পুরো টিটাগর সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে।"

POST A COMMENT
Advertisement