বাংলার আবহাওয়ার আপডেট।-গ্রাফিক্সদক্ষিণবঙ্গের ৩ জেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। জেলাগুলি হল পুরুলিয়া, কল্যাণী ও শ্রীনিকেতন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে ঘূর্ণিঝড় দিটওয়া-র প্রভাবে রাজ্যের বহু জেলার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও আগামী কয়েক দিন রাতের পারদ আরও চড়বে বলে পূর্বাভাস।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখন ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় রয়েছে। যা ঘণ্টায় প্রায় ১০ কিমি বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এদিন সকাল ৮.৩০ মিনিটে এর কেন্দ্র ছিল ত্রিনকোমালি থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, বাট্টিকালোয়া থেকে ১০০ কিমি উত্তর-পশ্চিমে, কারাইকাল থেকে ৩২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পন্ডিচেরি থেকে ৪৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৫৩০ কিমি দক্ষিণে।
ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ৩০ নভেম্বরের মধ্যে। বর্তমানে স্থলভাগে বিশেষ কোনও প্রতিকূল পরিস্থিতি দেখা যায়নি এবং আবহাওয়া শুষ্কই রয়েছে।
তবে বাংলায় বড় কোনও পরিবর্তন বা বৃষ্টির সম্ভাবনা নেই। বড়জোর আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। পরবর্তী চার দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। আপাতত রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। কলকাতার পারদও খানিকটা ওপরে, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
ইয়েমেন দিয়েছে ঘূর্ণিঝড় দিটওয়ার নাম। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে জন্মানো ঘূর্ণিঝড় 'সেনিয়ারে'র প্রভাবে আন্দামান-নিকোবরে ঝড়বৃষ্টি হয়েছিল। এবার দিটওয়ার লক্ষ্য ভারতের উপকূলের এলাকা।