Advertisement

Madhya Pradesh: 6 লক্ষ টাকার বদলে মুখ্যমন্ত্রী ধরালেন 'ফাঁকা' খাম! নিহতদের পরিবারকে নিয়ে মজা হচ্ছে?

নিহতদের পরিবারের উদ্দেশে 4 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মৃতের শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের হাতে খামও তুলে দেন তিনি। কিন্তু বাড়িতে গিয়ে সেই খাম খুলতেই কার্যত চোখ কপালে ওঠে সবার। দেখা যায় কোনও চেক নয়, ওই খামের মধ্যে রয়েছে একটি করে চিঠি। অর্থ অনুমোদনের সম্মতি দিয়ে সেই চিঠি লেখা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী যদি এই কাজ করেন, তাহলে বুঝতেই পারছেন কী হবে? স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার পান্ধনার কাছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের ভূমিকা নিয়েও। জল্পনা ছড়িয়েছে তাহলে কি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শুধুমাত্র ছবি তোলার জন্য তাড়াহুড়ো করতে গিয়েই এই ঘটনা ঘটিয়েছেন? আদৌ কি খামে চেক ভরা হয়েছে কিনা তা পরিক্ষা করে দেখা হয়েছিল?

Financial aid controversy in Madhya Pradesh after chief minister's letter promise

Advertisement