আচ্ছা আপনাদের 3 Idiots Movie র কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে দেখা গিয়েছিল র্যাঞ্চো অর্থাৎ Amir Khan Kareena Kapoor র দিদির ভূমিকায় অভিনয় করা Mona Singh এর সন্তান প্রসব করেছিলেন। এটা ছিল অভিনয়। বাস্তবের মাটিতেও যে সেটা সম্ভব তা এবাব প্রমাণ মিলল। এক Railway Station Platform এ গর্ভবতী মহিলাকে সন্তান প্রসব করতে দেখে সাহায্য করতে এগিয়ে আসেন এক অপরিচিত ব্যক্তি। ফোনে অনলাইনে ডাক্তারের পরামর্শ মত মহিলার Delivery করেন ওই ব্যক্তি। আর সেই সেই ঘটনা সামনে আসতেই Viral হয়ে যায়।
Man helps pregnant woman deliver baby at railway station